মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন সাইফউদ্দিন

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:১৮ পিএম | ১৩ নভেম্বর, ২০২৩

বিশ্বকাপ থেকে বাংলাদেশ হতাশা নিয়ে ফিরেছে। তেমনি ইনজুরি এবং পুর্নবাসন থেকে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। টাইগাররা যখন বিশ্বকাপে মিশনে ভারতে, সাইফ তখন ইনজুরি সারাতে ছিলেন কাতারে। দলে পেস বোলিং অলরাউন্ডারের অভাব ছিলো এবং আছে। তখনই আসে সাইফউদ্দিনের নাম।

আবারো মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন অলরাউন্ডার। সোমবার মিরপুরের একাডেমির নেটে শান দিয়েছেন ব্যাটে। যেখানে মোকাবেলা করেছেন পেসার মুকিদুল মুগ্ধকে৷ এছাড়াও ব্যাট করেছেন থ্রোয়ারের ছোড়া বলে।

মে মাসে ডিপিএল খেলার পর আর মাঠেই নামা হয়নি এই অলরাউন্ডারের। সামনেই বিপিএল, খেলবেন ফরচুন বরিশালের হয়ে। তাইতো প্র‍্যাকটিসটাও অবশ্যই সাদা বলেই করেছেন।

দীর্ঘদিন পর ব্যাটিংয়ে ফেরায় ব্যাট হাতে এই বাঁহাতি খুব যে সাবলীল ছিলেন তাও না৷ তবে আপাতত ধীরেসুস্থে শুরু করেছেন সেটা তার ব্যাটিংয়ে স্পষ্ট। অবশ্যই স্বভাবতই তিনি যেভাবে ব্যাট করেন সেরকম কিছুই করার চেষ্টা করেছেন।

এদিন সাইফ যখন প্র‍্যাকটিস করেছেন তখন সেখানে ছিলেন জাতীয় দলের পেসার ইবাদত হোসেন চৌধুরীও। ছিলেন জাতীয় দলের ফিজিও ও। জাতীয় দলে না থাকলেও বিসিবির তত্ত্বাবধানেই আছেন এই অলরাউন্ডার।

খেলার দুনিয়া | ফলো করুন :