সেই দিয়াবাতের গোলে আবাহনীকে হারাল মোহামেডান

সেই দিয়াবাতের গোলে আবাহনীকে হারাল মোহামেডান

মোহামেডানের টালিসমান সুলেমান দিয়াবাতে, সেটা অনেক দিন ধরেই। তবে চলতি মৌসুমে যেন নতুন করে নিজেকে মেলে ধরেছেন মালিয়ান এই ফুটবলার। আগের ম্যাচে তার গোলে বসুন্ধরা কিংসকে হারিয়েছিল মোহামেডান, তার ঠিক পরের ম্যাচে আবারও তার গোল। এবার তার গোলে যেন সাদা-কালোরা ১-০ গোলে হারাল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলেছে মোহামেডান। সুযোগও সৃষ্টি করেছে বেশ। তবে গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত।

বাম পাশ থেকে ভেসে আসা ক্রসটা আবাহনী বক্সে খুঁজে পায় দিয়াবাতেকে। দারুণ এক হেডারে তিনি তা নিয়ে আছড়ে ফেলেন জালে। মোহামেডান ১-০ গোলে এগিয়ে যায়। সে লিড নিয়ে বিরতিতে যায় তারা।

বিরতির পর আবাহনী একাধিক সুযোগ পেয়েছে গোলের। তবে তা জালে জড়াতে পারেননি কেউই। ওদিকে মোহামেডানও সুযোগ পেয়েছে অনেক। কিন্তু ব্যবধান বাড়ানোর কাজটা তারাও করতে পারেননি। যার ফলে ৯০ মিনিট শেষেও স্কোরলাইন আটকে যায় ওই ১-০তেই।

এই জয়ের ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে জাঁকিয়ে বসেছে মোহামেডান। ৩ ম্যাচের সবকটিতেই জিতেছে দলটা, পয়েন্ট তাদের ৯। এদিকে দুইয়ে থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৭। আবাহনী ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

সম্পর্কিত খবর