বাংলাদেশের বিপক্ষে নেই এভিন লুইস

বাংলাদেশের বিপক্ষে নেই এভিন লুইস

তাদের আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েছে। কারণ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে ভুলেই গিয়েছিল তারা। সেই ভুলে যাওয়া স্বাদটা এবার পেয়েছে। ওয়ানডেতে ১০ বছর পর বাংলাদেশকে সিরিজ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সাফল্যের তৃপ্তি নিয়ে এবার টাইগারদের সঙ্গে তাদের টি-টোয়েন্টি লড়াই। যার প্রথম ম্যাচটি শুরু সোমবার সকালে।

তবে তার আগে ক্যারিবীয় শিবিরে দুঃসংবাদ। ইনজুরিতে পড়ে ছিটকে গেলেন ওপেনার এভিন লুইস। টি-টোয়েন্টি সিরিজে নেই তিনি। চোটে পড়ার ম্যাচেও ৪৯ রানের ইনিংস খেলেছেন লুইস।

সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়।

এভিন লুইস ইনজুরিতে পড়েন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। একারণেই টি-টোয়েন্টি সিরিজেও নেই তিনি। তার পরিবর্তে দলে ডাকা পেলেন ৩৭ বছর বয়সী ব্যাটার আন্দ্রে ফ্লেচার। ৫৮ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটার ১১১.৩১ স্ট্রাইকরেট ও ২০.৫০ গড়ে করেন ৯৮৪ রান।

সম্পর্কিত খবর