৯ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন তামিম

৯ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন তামিম

নিজেকে ফিরে পেতে সময় নিলেন না তামিম ইকবাল। এই জাতীয় লিগ দিয়েই ২১৯ দিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তিনি। যদিও প্রথম ম্যাচে চট্টগ্রাম বিভাগের এই তারকা ক্রিকেটার ফিরে গিয়েছিলেন মাত্র ১৩ রানে। কিন্তু পরের ম্যাচেই ঝড় তুলে ২৭ বলে ফিফটি করেন। ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস থেমে যায় তামিমের। ওই ম্যাচের রেশ ধরে আজ আবার ব্যাটে ঝড় তুললেন তামিম।

বরিশালের বিপক্ষে সিলেটের মাঠে ব্যাট হাতে নেমে প্রথম ২০ বলে করেন ২১। এরপরই রীতিমতো ঝড় তুলে দেন। ফিফটি তুলেন ৩৭ বলে। মনে হচ্ছিল আজ রোববার শতরানও পেয়ে যাবেন। কিন্তু তার আগেই আটকে গেলেন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থেকে ফেরেন সাজঘরে।

৫৪ বলে ৯১ রানের দেখার মতো একটা ইনিংস খেলেন তামিম। এই মারকুটে ওপেনারের ইনিংসে ছিল ৭ চার ও ৬ ছক্কা। শেষ ৩৪ বলে ৭০ রান আসে তার ব্যাটে। শুরুটা ভাল না হলেও পরে ঠিকই পুষিয়ে দিলেন। তাতেই তার দল চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগকে ১৮৩ রানের বড় লক্ষ্য দেয়। চট্টগ্রামের পেসার ইফরান হোসেনের করা ওভারে ২৭ রান তুলে শেষ বলে দলকে নাটকীয় জয় এনে দেন সালমান। চট্টগ্রামকে ৫ উইকেটে হারাল বরিশাল। 

সিলেটের এই মাঠে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দিনের আরেক ম্যাচে হতাশই হতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তার দল রাজশাহী বিভাগকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে রংপুর বিভাগ। আগের ম্যাচে ৮০ করলেও আজ ৬ রানে আউট শান্ত।

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে রাজশাহী। এরপর রংপুরের ওপেনার তানভীর হায়দার ঝড় তুলেন। ৪৫ বলে ৭১ রান করেন। অধিনায়ক আকবর আলি ২৯ বলে অপরাজিত ৬৮। দল ৭ উইকেট ও ১২ বল হাতে রেখেই পা রাখে জয়ের বন্দরে।

 

সম্পর্কিত খবর