৩১৭ কেজি ভার তুলে চমক শাম্মী নাসরিনের

৩১৭ কেজি ভার তুলে চমক শাম্মী নাসরিনের

বাংলাদেশ ভারত্তোলন প্রতিযোগিতা (বিপিসি) অনুষ্ঠিত হলো আজ। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ১০০ জন প্রতিযোগী অংশ নেন।

এবারের আসরে আরেকবার বাজিমাত করেছেন শাম্মী নাসরিন। ৩১৭ কেজি ভার তুলে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। মেডেল জিতে দারুন খুশি শাম্মী। তার এই অর্জনের সঙ্গে জড়িত সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেনএই অ্যাথলেট।

বাংলাদেশ ভারত্তোলন প্রতিযোগিতার এবারের আসরে নতুন করে সংযোজন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়কে। শাম্মীর মতে, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কারণে বাড়তি মাত্রা পেয়েছে এবারের আসর।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাম্মী বলেন, ‘আলহামদুলিল্লাহ বিপিসি ২৪ সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এবার বিপিসি ২৪ এ নতুন করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়কে সংযোজন করা হয়েছে, ফলে প্রতিযোগিতা অনেক প্রানবন্ত ও উপভোগ্য হয়েছে। সবার দোয়ার বরকতে বিপিসি ২৪ মাস্টার্স ক্যাটাগরিতে স্কোয়াট, বেঞ্চ প্রেস, ডেডলিফটে সাফল্যের সাথে প্রথম স্থান অধিকার করেছি। বরাবরের মতো এবারও আমার সুপার ফিট জিমের সকল কর্মকর্তা ও কলাকুশুলীদের কাছ থেকে সর্বাধিক সহযোগিতা পেয়েছি। তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। ’

ভারত্তোলনে প্রথম হওয়ার কৃতিত্ব কোচ এবং মেটাল কেভ জিমের কর্ণধারকে দিয়েছেন শাম্মী, ‘আমার কোচ তাহসীন আলীর পরামর্শই আমার এ সাফল্যের মূলমন্ত্র। বিশেষ করে মেটাল কেভ জিমের কর্ণধার আতিকুল রহমান ভাইয়ের অসামান্য সহযোগিতা ও কিছু বিশেষ কৌশল আমাকে সাফল্য অর্জনে কাজ করেছে। তাঁকে প্রাণ ঢালা অভিনন্ধন। আমি আরও অভিনন্দন জানাই বিপিসি ২৪ এর সকল কর্মকর্তা, বিচারক মন্ডলী, অন্যান্য প্রতিযোগীদের। পরিবারের সহযোগীতা ছাড়া কোনও কিছুই সম্ভব না। সবার ভালবাসায় আমি মুগ্ধ।’

সম্পর্কিত খবর