নেতৃত্বে নয়, বোর্ডে পরিবর্তন চান রমিজ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৪৮ এএম | ১৪ নভেম্বর, ২০২৩

চলমান বিশ্বকাপ শুরুর আগেই বেশিরভাগ মানুষ এই টুর্নামেন্ট পাকিস্তানকে নিজেদের হট ফেভারিটের তালিকায় রেখেছিলেন, এই কথা অন্ততপক্ষে বলাই যায়। কিন্তু টুর্নামেন্ট শুরু হতে না হতেই দেখা গেল বিপরীত চিত্র। প্রায় প্রত্যেক ম্যাচেই কোনো না কোনো বিভাগে দেখা হয়েছে কিছু একটার অভাব। অনেকেই এই টুর্নামেন্টে পাকিস্তানের ভরাডুবি হিসেবে অধিনায়ক বাবর আজমের গা ছাড়া ক্যাপ্টেন্সিকেও দায়ী করছেন। যার কারণে অনেক পাকিস্তানি সমর্থকই এই টুর্নামেন্টের পর তাদের সুপারস্টার বাবরকে আর অধিনায়কের দায়িত্বে দেখতে চাচ্ছেন না। এমনকি পাকিস্তানের বেশির ভাগ সাবেক ক্রিকেটাররাও বাবরকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার পক্ষে।

তবে সাবেক পিসিবি চেয়ারম্যান এবং পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার রমিজ রাজা এখনই বাবরকে অধিনায়কত্ব থেকে বাদ দেয়ার পক্ষে নয়, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনার পক্ষে। পাশাপাশি রমিজ রাজা বোঝাতে চেয়েছেন বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার দায়টা শুধু বাবরের একার না। নিজের ইউটিউব চ্যানেলে এ কথাগুলো বলেছেন তিনি।

রমিজ বলেন, “নতুন বলে কেউ উইকেট না নিতে পারলে, শুরু থেকেই খরুচে হলে, বাবর কীভাবে অধিনায়কত্ব করবে? পিসিবি কিছু সাবেক ক্রিকেটারকে একত্র করবে, তাদের সমস্যা সমাধান করার জন্য বলবে? কারা তাদের ক্ষমতায় বসিয়েছে? তাদের কাজটা কি সবাইকে একসঙ্গে করে অধিনায়কত্ব ও কোচিং স্টাফ পরিবর্তন করা? আর সবাই এতে ভাববে, তারা অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছে। ”

তিনি আরও বলেন, “ক্লাব ক্রিকেটও ধসে পড়েছে। সপ্তাহ শেষে আপনি ক্লাবের মাঠগুলোকে টাকার জন্য বিভিন্ন কোম্পানির কাছে ভাড়া দেন, তারা সেখানে টেনিস বলের ক্রিকেট আয়োজন করে। পুরো পদ্ধতিতেই পরিবর্তন করতে হবে। সবার আগে পরিবর্তন আনতে হবে বোর্ডে ।”

চলমান বিশ্বকাপ নিজের ব্যাট হাতেও রাঙাতে পারেননি বাবর। চারটি অর্ধশতক হাকালেও, করেননি কোনো সেঞ্চুরি। পাশাপাশি বাবরের জন্য মরার উপর খারা ঘা হিসেবে উপনিত হয়েছে এই বিশ্বকাপে পাকিস্তানের আশানুরুপ ফল করতে না পারা।

খেলার দুনিয়া | ফলো করুন :