মালয়েশিয়াকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালয়েশিয়াকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অ-১৯ নারী এশিয়া কাপে বাংলাদেশ আগের দিন দারুণ শুরু করেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। আজ মালয়েশিয়াকে হারাতে পারলেই গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হতো দলের। নিশিতা নিশিরা সেটা করেছেন, মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে তুলে নিয়েছেন ১২০ রানের বিশাল জয়। তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে বাংলাদেশ। 

নিশিতা বাংলাদেশের এই বিশাল জয়ে বড় অবদান রেখেছেন। ৩ রানে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। তার এমন তোপে পরে মালয়েশিয়ার ৩ ব্যাটার রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। সর্বোচ্চ ৫ রান করেছেন আলিয়া নূর বিন্তি। তবে দলের সর্বোচ্চ রানটা এসেছে অতিরিক্ত খাত থেকে, ১২ রান অতিরিক্ত দিয়েছেন বাংলাদেশের বোলাররা। 

তবে তাতে সমস্যা হয়নি কোনো। নিশিতার ফাইফারের সঙ্গে আনিসা সোবা ২ উইকেট, হাবিবা ইসলামের ৩ উইকেটে ভর করে বাংলাদেশ ২৯ রানে অলআউট করে দেয় মালয়েশিয়াকে।

এর আগে ব্যাট করতে নেমে ফাহমিদা ছোঁয়ার ২১ বলে ২৬। ইভার ১৬ বলে ১৯ ও  অধিনায়ক সুমাইয়া করেন ১১ বলে ১২ রান। জান্নাতুল মাওয়া খেলেন ইনিংস সর্বোচ্চ ৪৫ বলে ৪৫ রানের ইনিংস। শেষ দিকে নেমে সাদিয়া আক্তার ১৯ বলে ৩১ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। তাতে ২০ ওভারে ১৪৯ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। 

জবাবে মালয়েশিয়া বাংলাদেশের বোলারদের তোপে পড়ে অলআউট হয় ২৯ রানেই। আর তাতেই ১২০ রানের বিশাল এক জয় পেয়ে যায় বাংলাদেশ। নিশ্চিত হয়ে যায় দলের সুপার ফোরে খেলা।

সম্পর্কিত খবর