আমাকে ডিম এবং টমেটো দিয়ে আঘাত করা হয়েছিল: আকিব জাভেদ
টুর্নামেন্ট শুরুর আগে হট ফেবারিটের তালিকায় একটি জায়গা ছিল পাকিস্তানের। কেনই বা থাকবে না। আসরের মাস খানেক আগেও দলটি ছিল আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে। সঙ্গে সময়ের সেরা পেস অ্যাটাক। তবে আসরজুড়ে কোনো অংশেই যেন জ্বলে উঠতে পারলো না দলটি। দলগত পারফর্মের সঙ্গে প্রশ্ন উঠেছে বাবরের অধিনায়কত্ব ও তার ফর্ম নিয়েও। সমালোচনার করার একটা বড় অংশ ঘিরে আছেন তাদের সাবেক ক্রিকেটাররাই। তাদের প্রেক্ষিতে নানাভাবে পাল্টা উত্তরও দিয়েছেন বাবররা।
আলোচনা-সমালোচনার এই পাল্টাপাল্টিতে এবার নিজেদের সময়ের বিশ্বকাপের এক বিব্রতকর ঘটনা মনে করালেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। জানান, বিশ্বকাপ থেকে ফেরার পর সমর্থকরা কীভাবে তাকে লাঞ্চিত করেছিল, তার বাড়ি পুড়িয়ে ফেলারও চেষ্টা করেছিল, এমনকি তাকে পিটিয়ে মেরে ফেলারও চেষ্টা করেছিল।
১৯৯৬ আসরে কোয়ার্টার-ফাইনালে ভারতের বিপক্ষে হেরে ফেরার পর এমন অপ্রীতিকর ঘটনার শিকার হন আকিব। পাকিস্তানের টিভি চ্যানেল সুনো নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেন তার ভয়ংকর এই স্মৃতি।
আকিব বলেন, ‘বিশ্বকাপে এই দল (পাকিস্তান) এখন খারাপ খেললে আমরা সমালোচনাও করতে পারি না। তারা ভাগ্যবান। ১৯৯৬ বিশ্বকাপের পরে আমার সাথে যা ঘটেছিল, তা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল।’
ভারত থেকে দেশে ফিরে বিমানবন্দরে সেই ভয়ংকর ঘটনা বর্ণনায় তিনি বলেন, ‘বিমানবন্দরে আমাদের সাহায্য করার জন্য সেখানে নিরাপত্তাকর্মীরাও ছিলেন না। আমরা নিশ্চিত ছিলাম না কীভাবে বাড়িতে পৌঁছাব। আমার বাড়িতে পাথর নিক্ষেপ করা হয়, জনতা আমার বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আমার মাথায় ডিম এবং টমেটো দিয়ে আঘাত করা হয়েছিল।’
গত তিন বিশ্বকাপে একের পর এক খারাপ পারফর্মে করেও অপ্রীতিকর কোনো অবস্থার সম্মুখীন হতে হয়নি দলকে। ‘আমাদের তুলনায়, এই দলকে কেউ কিছুই করেনি। মানুষ বলছে আমরা অনেক সমালোচনা করি। এটা আসলে কিছুই না। আমরা প্রতিটি বড় টুর্নামেন্টের আগে একটি মিথ্যা আশা তৈরি করি, কিন্তু আমরা নিরাশার নিয়ে জানি যে এই দলটি পঞ্চম বা ষষ্ঠ স্থানে থাকবে। গত তিনটি বিশ্বকাপেই তারা এটা প্রমাণ করেছে।’
বাবরের নেতৃত্ব নিয়েও কথা বলেছেন তিনি। তার মতে, বাবরকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত এবং তার জায়গায় শাহিন শাহ আফ্রিদিকে আনা উচিত।
পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট এবং ১৬৩টি ওয়ানডে খেলেছেন আকিব। ছিলেন পাকিস্তানের ১৯৯২ আসরের বিশ্বকাপ জয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।