কোহলিদের শুভেচ্ছা জানালেন মুলার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৪২ পিএম | ১৪ নভেম্বর, ২০২৩

চলমান বিশ্বকাপে প্রথম পর্বে বেশ দাপটের সঙ্গেই নিজেদের সবকটি ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে খেলা নয় ম্যাচের সবকটিতেই জিতেছে রোহিত শর্মার দল। যার কারণে, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা একমাত্র দল হল ভারত। এইতো আর মাত্র দুইটি ম্যাচ। এই ধাপগুলো পেরোতেই পারলেই তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে তারা। সেই লক্ষ্যে প্রথম সেমিফাইনালে ১৫ নভেম্বর অর্থাৎ, আগামীকাল (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে তারা। এই ম্যাচকে সামনে রেখেই বিরাট কোহলি এবং ভারতীয় দলকে শুভ কামনা জানিয়েছেন জার্মান বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার থমাস মুলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাতে একটি ভিডিও পোস্ট করেন মুলার। সেখানে দেখা যায়, বায়ার্ন মিউনিখের ট্রেইনিং গ্রাউন্ডে অনুশীলনরত অবস্থায়ন ছিলেন তিনি। অনুশীলন শেষে বায়ার্নের প্র্যাক্টিস কিট খুলে ‘মুলার ২৫’ লিখা একটি জার্সি পরিধান করেন। সেই জার্সি গাঁয়ে দিয়েই ভারতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানান তিনি।

ভিডিও বার্তায় মুলার বলেন, ‘কোহলি এটা দেখো। শার্টটি উপহার দেওয়ায় ভারতীয় দলকে ধন্যবাদ এবং বিশ্বকাপের জন্য শুভকামনা। এটা আমার জন্য আনন্দের। আমি আমার বাগানে ক্রিকেট খেলার চেষ্টা করব।’

ভিরাট কোহলি এবং থমাস মুলারের সম্পর্ক বেশ পুরনো। তারা দুইজনেই একে অপরের ভক্ত। যে কারণেই দুই খেলার এ দুই কিংবদন্তি একে অপরের সঙ্গে সাক্ষাতও করেন। পাশাপাশি এই দুইজনই খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান ‘অ্যাডিডাসের’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

খেলার দুনিয়া | ফলো করুন :