কিউইদের বিপক্ষে 'নার্ভাস' থাকবে রোহিতরা
প্রথম রাউন্ডে কোনো অংশেই ভারতকে বিচলিত করতে পারেনি আসরে অংশগ্রহণকারী বাকি দলগুলো। দলীয় পারফর্মে নিজেদের মেলে ধরেছে অনন্য উচ্চতায়। শেষ চারের মধ্যেও ফেবারেটের তালিকায় সবার আগে স্বাগতিকরাই। তবে তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে প্রথম সেমিতে তাদের বিপক্ষ দল নিউজিল্যান্ড। এমনটাই মানছেন, সাবেক কিউই অধিনায়ক রস টেইলর।
বিশ্বকাপের গত আসরেও দুর্দান্ত ফর্মে ছিল ভারত। অন্যদিকে নেট রান রেটে কোনোমতে পাকিস্তানকে টপকে সেমিতে জায়গা করে নিয়েছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত সেই কিউইদের কাছেই থামতে হয়েছিল কোহলি-রোহিতদের। এবারও এমনটাই আশা করছেন টেইলর। নিজেদের মাটিতে রোহিতরা ঢের এগিয়ে থাকলেও, কিউইদের সম্ভাবনাও কম দেখছেন তা তিনি। আইসিসিতে লেখা কলামে জানান এসব নিয়ে।
টেইলর বলেন, “চার বছর আগে দারুণ ছন্দে থেকে ম্যানচেস্টারের সেমি-ফাইনালে পৌঁছেছিল ভারত। আর আমাদের নজর ছিল, নেট রান রেটে এমন অবস্থানে থাকা যাতে পাকিস্তানকে শীর্ষ চার থেকে দূরে রাখা যায়।”
“এইবার, ভারত আরও বেশি ফেভারেট। ঘরের মাঠে এবং প্রথম রাউন্ডে অনেক ভালো খেলেছে। তবে যখন আমাদের হারানোর কিছু নেই, তখন নিউজিল্যান্ড বিপজ্জনক হতে পারে। কোনো দলের মুখোমুখিতে যদি ভারতকে বিচলিত হতে হয়, তবে তা নিউজিল্যান্ড দল।”
এমন পরিস্থিতিতে উইলিয়ামসনদের কিছু টোটকাও দিলেন টেইলর। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় টপ-অর্ডার ব্যাটারদের দ্রুত থামাতে পারলেই ভালো অবস্থানে থাকবে গত আসরের রানার্স-আপ দলটি।
“ভারত যখন ব্যাট করে, তখন তাদের চাপে ফেলতে হলে শুরুর দশ ওভারের মধ্যেই দুই থেকে তিনটি উইকেট তুলে নিতে হবে। তারা শীর্ষ তিন ব্যাটারের ওপর অনেকটাই নির্ভরশীল।”
বিশ্বকাপে বাকি আর তিন ম্যাচ। আগামীকাল (বুধবার) মুম্বাইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিতে মাঠে নামবে এই দুই দল।