পাকিস্তানকে হারিয়ে র্যাঙ্কিংয়ে বড় লাফ নিগারদের
সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েও শেষমেশ পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের ছাপটা র্যাঙ্কিংয়েও পড়েছে। আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফই দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ অধিনায়ক ম্যাচসেরা হয়েছিলেন, ৫৪ রানের ইনিংস খেলেছেন, সুপার ওভারে পঞ্চম বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেছেন। শেষ ম্যাচেও করেছেন অপরাজিত ১৮ রান।
এমন পারফর্ম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। পাঁচ ধাপ এগিয়ে ২৮তম অবস্থানে উঠে এসেছেন তিনি। লরা ডেলানির সঙ্গে যৌথভাবে জায়গাটা ভাগাভাগি করছেন তিনি।
তবে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিংধারী খেলোয়াড় অবশ্য তিনি নন। জায়গাটা দখল করে রেখেছেন ফারজানা হক।
শেষ ওয়ানডেতে তিনি করেছেন ৬২, তার আগে সিরিজে সমতা আনা দ্বিতীয় ম্যাচে করেন ৪০ রান। তার ফলে ক্যারিয়ার-সেরা ৫৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৬তম অবস্থানে চলে এসেছেন তিনি। সবশেষ র্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল ২০-এ।