জ্যোতিদের দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা

জ্যোতিদের দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা

ডিসেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।  সেই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

সবশেষ সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সেই দল থেকে দুই জনকে বাইরে রেখে ঘোষণা করা হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরের দল। সে সিরিজে দলে ছিলেন না শরীফা খাতুন ও লতা মণ্ডল। তারা ঢুকেছেন দলে। দল থেকে বাদ পড়েছেন সানজিদা আক্তার মেঘলা আর নিশিতা আক্তার নিশি। তাদের দুজনকেই অবশ্য রাখা হয়েছে স্ট্যান্ড বাইয়ের তালিকায়। 

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ প্রথমে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বেনোনিতে প্রথম ম্যাচ খেলার পর কিম্বারলিতে হবে বাকি দুই ম্যাচ। এরপর ওয়ানডে সিরিজও তিন ম্যাচের। ১৬, ২০ আর ২৩ ডিসেম্বর ম্যাচ গুলো হবে যথাক্রমে ইস্ট লন্ডন, পচেফস্ট্রুম ও বেনোনিতে। 

স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, ঝর্ণা আক্তার, রিতু মনি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন , মারুফা আক্তার, দিশা বিশ্বাস।

স্ট্যান্ড বাই: শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মগলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশিতা আক্তার নিশি।

 

সম্পর্কিত খবর