টিভিতে আজ বিগ ব্যাশ রোমাঞ্চ
নারী বিগ ব্যাশের রোমাঞ্চে মেতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া লিগের ম্যাচে আজ দুপুরে মাঠে নামে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মেলবোর্ন রেনিগেডস। ১০ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪। মেলবোর্নের প্রতিপক্ষ পার্থ স্করচার্স। যাদের পয়েন্ট ৯। ১৪ পয়েন্ট নিয়ে মেলবোর্নের পাশে আছে ব্রিসবেন।
আজ ২৩ ডিসেম্বর, সোমবার চলুন দেখে নেই কী থাকছে টেলিভিশনের পর্দায় খেলার আয়োজন-
বিগ ব্যাশ লিগ
রেনেগেডস-স্করচার্স
বেলা ১টা, স্টার স্পোর্টস ২
ইন্ডিয়ান সুপার লিগ
হায়দরাবাদ-নর্থইস্ট
রাত ৮টা, স্পোর্টস ১৮-১