মুসোলিনির প্রপৌত্রের গোলে ফ্যাসিস্ট স্যালুট, তদন্তে নামছে ইতালীয় ফুটবল

মুসোলিনির প্রপৌত্রের গোলে ফ্যাসিস্ট স্যালুট, তদন্তে নামছে ইতালীয় ফুটবল

ফ্লোরিয়ানি মুসোলিনি, নামটা পরিচিত ঠেকছে না? পরিচিত ঠেকার কারণ হচ্ছে তার শেষ নামটা। বেনিতো মুসোলিনি যে ইতালির কুখ্যাত ফ্যাসিস্ট শাসক ছিলেন! সেই বেনিতোর প্রপৌত্র ফ্লোরিয়ানি এখন খেলছেন ইতালির দ্বিতীয় বিভাগের ফুটবলে। 

সেখানেও শান্তি নেই। গোল করে নিজের মতো করে উদযাপন করলেন তিনি। সমর্থকরা করলেন আরেক ভাবে। দ্বিতীয় বিভাগের ক্লাব জুভ স্টাবিয়ার সমর্থকরা বেনিতো মুসোলিনির প্রপৌত্রের গোল উদযাপন করেছে ফ্যাসিস্ট স্যালুট দিয়ে। ইতালির ফুটবল নড়েচড়ে বসেছে তাতেই। সোমবার ইতালীয় ফুটবল ফেডারেশন তদন্ত শুরু করেছে এ বিষয়ে।

সিরি বি দলের হয়ে রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি তার প্রথম গোলটি করেন চেসেনার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ী ম্যাচে। ভিডিও ফুটেজে দেখা গেছে, সমর্থকরা ‘মুসোলিনি’ বলে চিৎকার করছে এবং হাত বাড়িয়ে স্যালুট দিচ্ছে।  

এফআইজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফেডারেল প্রসিকিউটরের অফিস এই ঘটনার একটি প্রতিবেদন সিরি বি-র ক্রীড়া বিচারকের কাছে রায়ের জন্য পাঠাবে।’ 

ফ্লোরিয়ানি মুসোলিনি লাজিওর একাডেমি থেকে উঠে আসেন এবং চলতি মৌসুমে রাজধানীর ক্লাব থেকে ধারে জুভ স্টাবিয়ার হয়ে প্রতিটি লিগ ম্যাচ খেলেছেন।  

তার মা আলেসান্দ্রা মুসোলিনি, একজন সাবেক ইতালীয় এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, বেনিতো মুসোলিনির নাতনি। বেনিতো মুসোলিনি ১৯২২ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ইতালির ফ্যাসিস্ট শাসক ছিলেন।

সম্পর্কিত খবর