কোহলির সঙ্গে ধাক্কাধাক্কি করে অভিষেকেই আলোচনায় কনস্টাস

কোহলির সঙ্গে ধাক্কাধাক্কি করে অভিষেকেই আলোচনায় কনস্টাস

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার ১৯ বছরের তরুণ স্যাম কনস্টাস অভিষিক্ত হয়েছেন আজ। অভিষেকেই তিনি সাড়া ফেলে দিয়েছেন ক্রিকেট বিশ্বে। সিরিজের প্রথম তিন ম্যাচে ন্যাথান ম্যাকসুয়েইনি ব্যর্থ হওয়ায় কনস্টাসকে দলে ডাকা হয়। সুযোগ পেয়েই তিনি দেখালেন তার প্রতিভার ঝলক।

৬৫ বলে ৬০ রানের ইনিংসে কনস্টাস শুধু রানই করেননি, বরং তার ব্যাটিং স্টাইল নিয়ে তৈরি হয়েছে আলোচনার ঝড়। সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহকে রিভার্স সুইপে ছক্কা হাঁকানো এবং স্কুপ করে বাউন্ডারি মারা ছিল সাহসী এবং অসাধারণ। বুমরাহ ৩ বছর ও ৪৪৮৩ বল পর টেস্ট ক্রিকেটে ছক্কা খেয়েছেন কনস্টাসের ব্যাট থেকেই।

তবে ম্যাচে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল কনস্টাস ও বিরাট কোহলির মধ্যে উত্তেজনা। ১০ম ওভারের পর মাঠে দু’জনের কাঁধে ধাক্কা লাগে। কনস্টাস কিছু বলে উঠলে কোহলি তার দিকে এগিয়ে যান। আম্পায়ার এবং উসমান খাজার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রিপ্লেতে দেখা যায়, কোহলি ইচ্ছাকৃতভাবেই দিক পরিবর্তন করে ধাক্কা দেন।

ঘটনাটি নিয়ে মাইকেল ভন ও রিকি পন্টিংসহ অনেক সাবেক ক্রিকেটার কোহলির সমালোচনা করেছেন। ভনের মতে, কোহলি কখনোই এই মুহূর্ত নিয়ে গর্ব বোধ করবেন না। সুনীল গাভাস্কার বলেন, উভয়ের শাস্তির সম্ভাবনা রয়েছে।

৬০ রানে আউট হলেও কনস্টাস তার আগ্রাসী ব্যাটিং দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন। তার কল্যাণে অস্ট্রেলিয়া শক্ত অবস্থানে রয়েছে।

সম্পর্কিত খবর