নাহিদ রানা মুগ্ধ করেছেন অজি গতিদানবকে
খেলোয়াড়ি জীবনে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা গতিময় বোলার ছিলেন শন টেইট। বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার মধ্যেও এমন সম্ভাবনার ঝলক দেখছেন এই অস্ট্রেলিয়ান সাবেক তারকা। তাই নাহিদের সঠিক দেখভালের পরামর্শ দিয়েছেন টেইট।
২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে নাহিদের। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও নিজের গতি ও বাউন্সের প্রমাণ দিয়েছেন তিনি। পাকিস্তান সফরে টেস্ট সিরিজে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছেন প্রথম ৫ উইকেট।
১৫১ কিমি গতিতে বল করে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে নজর কাড়েন নাহিদ। নিয়মিতই তার বলের গতি থাকে ১৪৫ কিমির ওপরে।
বিপিএলে এবার নাহিদ খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। তবু চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে বাংলাদেশে আসা টেইট নাহিদের প্রশংসা না করে পারলেন না। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় টেলিভিশনে তাকে (নাহিদ রানা) প্রথম দেখেছিলাম। লম্বা ও শক্তিশালী একজন বোলার। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার, বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। প্রতি ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বোলিং করতে পারা একজনকে পাওয়া বিরল। খুব ভালোভাবে তার যত্ন নিতে হবে।’
টেইটের ক্যারিয়ার বড় হয়নি চোটের কারণে। নাহিদেরও যেন এমন না হয়, সেজন্যে আগেভাগেই বিসিবিকে সতর্ক করে রাখলেন তিনি। বিসিবি এখন পর্যন্ত নাহিদের যত্নে সচেতন। বিভিন্ন সফরে তাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়েছে।
টেইট বলেন, ‘নাহিদের আশেপাশে যারা কাজ করে, সঠিক সিদ্ধান্ত নেওয়া তাদের উপর নির্ভর করবে। নিজের শরীর সম্পর্কে নাহিদেরও ধারণা রাখতে হবে। সঠিক দিকনির্দেশনায় থাকলে সে ভালো করবে।’