রোহিত ব্যক্তিগত মাইলফলক নিয়ে মাথা ঘামায়নি: গাভাস্কার
আসরে ব্যাট হাতে ভারতীয় দল, সেখানে শুরু থেকেই বিধ্বংসী রুপে দেখা যায় অধিনায়ক রোহিত শর্মাকে। তার ব্যাটে চড়ে আসরের বেশিরভাগ ম্যাচেই ভালো শুরু পেয়েছে স্বাগতিকরা। নিজের ইনিংস বড় না করতে পারলে তার এনে দেওয়া ঝোড়ো শুরুতে ভিত গড়েছে দলের ভালো অবস্থানের। ব্যাটিংয়ে তার এই এমন আগ্রাসী মনোভাবের বন্দনায় মেতেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার 'লিটল মাস্টার' খ্যাত সুনীল গাভাস্কার। তার মতে, কিউইদের বিপক্ষে উত্তেজনাকর সেমিতেও ব্যাটিংয়ে নিজের আগ্রাসনের পরিবর্তন আনবে না রোহিত।
কিউইদের বিপক্ষে বিশ্বকাপের স্মৃতি মোটেও সুখকর নয় ভারতের। ওয়ানডে বিশ্বকাপে কিউইদের সঙ্গে নয় মোকাবেলায় পাঁচটিতেই হেরেছে ভারত। একইসঙ্গে আইসিসির সর্বশেষ তিন ইভেন্টে (২০১৯ বিশ্বকাপ, ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ) রোহিতদের বিদায়ের ঘণ্টা বেজেছে নিউজিল্যান্ডের হাতেই। তবে চলতি আসরেই ২০ বছরের জুজু কাটিয়েছে ভারত। প্রথম রাউন্ডের ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত ৯৫ রানের ইনিংসের ভরে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় তারা। এতে ২০০৩ সালের পর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কিউইদের হারাল ভারত।
গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রোহিত। ৯ ম্যাচে ৮১ গড়ে করেছিলেন ৬৪৮ রান। যেখানে ছিল পাঁচটি সেঞ্চুরি। চলমান আসরে ৯ ম্যাচে ৫৫ দশমিক ৮৮ গড়ে করেছেন ৫০৩ রান। যেখানে স্ট্রাইক রেট ১২০ এর ওপরে।
গত আসরে পাঁচটি সেঞ্চুরি হাঁকালেও এবার পেয়েছেন কেবল একটির দেখা। নিজের মাইলফলক ছাপিয়ে দলের ভালো শুরু এনে দেওয়ায় রোহিতের প্রশংসায় মেতেছেন গাভাস্কার। স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি না,রোহিত এই ম্যাচে (প্রথম সেমি-ফাইনাল) নিজের খেলা পরিবর্তন করে চলেছে। কারণ টুর্নামেন্ট জুড়ে সে এভাবেই খেলছে। তার উড়ন্ত শুরুতে প্রতিপক্ষ থাকে চাপে এবং দলকে এমন একটি প্ল্যাটফর্ম দেয় যেখান থেকে বড় সংগ্রহে পৌঁছানো যায়।’