তামিমের ফোন কলেই সিদ্ধান্ত পাল্টে ফেলেন আফ্রিদি

তামিমের ফোন কলেই সিদ্ধান্ত পাল্টে ফেলেন আফ্রিদি

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলারই কথা ছিল না তার। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত পাল্টে ফেললেন শাহিন শাহ আফ্রিদি। একটা ফোন কলই বাংলাদেশে নিয়ে এসেছে পাকিস্তানি এই ক্রিকেটারকে।

শাহিন ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছেন। বিপিএল খেলতে শুক্রবার রাতে ঢাকায় এসেছেন শাহিন। এরপর আজ তাকে দেখা গেল মিরপুরের মাঠে। বরিশালের সতীর্থদের সঙ্গে অনুশীলন করলেন।

বিসিবি একাডেমি মাঠে সেই অনুশীলন শেষে শাহিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন। যেখানে জানান- তার বিপিএলে খেলতে আসার নৈপথ্য কারণ। শাহিন নিজেই বলেন, ‘আমার জন্য বিপিএলে আসার পেছনে সবচেয়ে বড় কারণ তামিম ইকবালের ফোন কল।। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই রোমাঞ্চিত আমি।’

জানালেন বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগবে তার, ‘দেখুন, আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক কিছু শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব, আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। অনেক পাকিস্তানি এখানে খেলে। আমি প্রথমবার খেলব। দেখা যাক, ক্রিকেট কেমন হয়।’

নিজে তারকা খ্যাতি পেলেও মাটিতেই পা থাকছে শাহিন আফ্রিদির। বলছিলেন ‘আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি।’

এবারের বিপিএলে আছেন শাহিনের শ্বশুর শহীদ আফ্রিদিও। এই কিংবদন্তি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত।

সম্পর্কিত খবর