বিশ্বরেকর্ড গড়ে ডাবল সেঞ্চুরি বুমরাহর

বিশ্বরেকর্ড গড়ে ডাবল সেঞ্চুরি বুমরাহর

মেলবোর্ন টেস্টে দারুণ কীর্তি গড়লেন ভারতের ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে পূরণ করলেন টেস্ট উইকেটের ডাবল সেঞ্চুরি। এর মধ্য দিয়ে গড়লেন একাধিক রেকর্ড।

ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বুমরাহ। বলের হিসাবে এটি বিশ্বে চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসাবে যৌথভাবে দশম। তবে সর্বনিম্ন ইকোনমি রেটে (১৯.৫৬) ২০০ টেস্ট উইকেট নেওয়ার দিক থেকে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

বিশ্ব ক্রিকেটে মাত্র ২০ রানের কম গড়ে ২০০ উইকেট নেওয়া প্রথম পেসার হলেন বুমরাহ। তার অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়া প্রথমে চাপে পড়ে যায়।

৯১ রানেই হারায় ৬ উইকেট। এর মধ্যে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। তবে মার্নাস লাবুশেন ও অধিনায়ক প্যাট কামিন্সের ইনিংসে ঘুরে দাঁড়ায় অজিরা।

সর্বনিম্ন গড়ে ২০০ টেস্ট উইকেট

জাসপ্রিত বুমরাহ: গড় ১৯.৫৬

জোয়েল গার্নার: গড় ২০.৩৪

শন পোলক: গড় ২০.৩৯

বলের হিসাবে দ্রুততম ২০০ উইকেট

ওয়াকার ইউনিস: ৭৭২৫ বল

ডেল স্টেইন: ৭৮৪৮ বল

জাসপ্রিত বুমরাহ: ৮৪৮৪ বল

সম্পর্কিত খবর