ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়ে রাজ্জাকের ভিডিও বার্তা
এবারের বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতায় সমালোচনা করে মুখ খুলেছেন প্রায় সকল সাবেক পাকিস্তানি খেলোয়াড়রাই। গতকাল সংবাদমাধ্যমে মত বিনিময়ের সময় পিসিবির সমালোচনা করেন আবদুল রাজ্জাক। সেসময় তিনি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়েও কটু কথা বলে ফেলেছিলেন। এ নিয়ে বিতর্ক শুরু হলে সমালোচনার ঝড় বয়ে যায় সোশাল মিডিয়ায়। শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন রাজ্জাক।
নিজের এক্স-একাউন্টে ভিডিও দিয়ে রাজ্জাক বলেছেন, ‘আমি আবদুল রাজ্জাক। গতকাল সংবাদ সম্মেলনে আমরা ক্রিকেট কোচিং ও তার উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। সেখানে ভুল করে আমি ঐশ্বরিয়ার নাম নিয়েছি। ব্যক্তিগতভাবে আমি তাঁর কাছে ক্ষমা চাই। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্যে ছিল না। আমার অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল। ভুল করে তাঁর নাম নিয়ে ফেলেছি।’
যে উদাহরণটি তিনি দিয়েছিলেন সেটি ছিল বেশ আক্রমণাত্মক। তিনি বলেছিলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’
এই কথাটি বলার সময় রাজ্জাকের পাশে ছিলেন তার দুই সতীর্থ শহীদ আফ্রিদি ও উমর গুল। কথাটি শুনে তারাও হেসে দিয়েছিলেন। যদিও পরবর্তীতে দুইজনই স্বীকার করেছেন যে, এরকম ব্যক্তিকেন্দ্রিক আক্রমণাত্মক কথা কোথাও বলা উচিত নয়।