ক্রিকেটে বিনিয়োগ করতে হবে, কনসার্টে না: তামিম
দেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে বড় ধরনের রদবদল। নতুন নেতৃত্বের অধীনে বিপিএলকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি বলে মন্তব্য করেছেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল।
আজ রোববার, বিপিএল শুরুর আগের দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তামিম বলেন, ‘আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয়, অন্যরকম বিপিএল করতে হলে আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না।’
তামিম আরও বলেন, ‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।’
বিপিএলকে আরও উন্নত করতে আয়োজকদের কাজের ওপর গুরুত্ব দিয়ে তামিম বলেন, ‘সেরা ফ্যাসিলিটিজ দেওয়া, সেরা উইকেট নিশ্চিত করা, সেরা ধারাভাষ্যকার এবং আধুনিক প্রযুক্তি আনার দায়িত্ব আয়োজকদের। তারা যদি তাদের কাজটি ভালোভাবে করেন এবং আমরা আমাদের কাজটি ভালোভাবে করি, তাহলে সফল একটি টুর্নামেন্ট হবে।’
বিপিএলের গভর্নিং কাউন্সিলের দায়িত্ব পেলে কী করবেন জানতে চাইলে তামিম বলেন, ‘এটা লম্বা প্রক্রিয়া এবং লম্বা আলোচনা। এই মুহূর্তে এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে, বিনিয়োগের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত।’