শুরুর আগেই বিপিএলের সূচিতে পরিবর্তন
বিপিএল মানেই সূচিতে পরিবর্তন, এটি যেন নিয়মে পরিণত হয়েছে। অতীতে খেলার সময়সূচি কুয়াশা বা অন্যান্য কারণে পাল্টেছে। তবে এবার বল মাঠে গড়ানোর আগেই সময়সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি।
আজ বিপিএলের একাদশ আসরের প্রথম দিনের ম্যাচগুলো যথাসময়ে শুরু হবে। কিন্তু ৩১ ডিসেম্বর, বছরের শেষ দিনের ম্যাচ দুটির সময় এক ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওই দিন খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচটি দুপুর ১২টায় শুরু হবে, যা আগে নির্ধারিত ছিল দুপুর দেড়টায়। আর রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি বিকেল ৫টায় শুরু হবে, আগের সূচিতে যা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনার কারণে এ সূচি পরিবর্তন করা হয়েছে। বছরের শেষ দিন রাজধানীর সড়কে যানজট এবং থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া, ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকার কারণে সেদিনের ম্যাচের টিকিট মধুমতি ব্যাংকের শাখায় পাওয়া যাবে না। টিকিট কিনতে হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে।
যানজট এড়াতে এবং দর্শকদের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন ও নিরাপত্তা ব্যবস্থা বিবেচনায় সময়সূচির এই পরিবর্তন অনিবার্য ছিল।