বিপিএলের একাদশ আসর আজ থেকে শুরু

বিপিএলের একাদশ আসর আজ থেকে শুরু

বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর আজ শুরু হচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দুপুর ১:৩০টায় নবাগত দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে। দিনটির দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬:৩০টায় রংপুর রাইডার্স খেলবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে।

সিলেট (৬-১৩ জানুয়ারি) এবং চট্টগ্রাম (১৬-২৩ জানুয়ারি) ভেন্যুতেও টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে সাতটি দল অংশ নিচ্ছে, যার মধ্যে তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজি। ৭ ফেব্রুয়ারি মিরপুরেই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের বিপিএলকে স্মরণীয় করে তুলতে নানা ব্যবস্থা নিয়েছে। পুরো টুর্নামেন্টে ডিআরএস প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করেছে বিসিবি। মাঠে ডিজিটাল পেরিমিটার বোর্ড স্থাপন করা হয়েছে, যা দর্শকদের দেবে ভিন্ন অভিজ্ঞতা।

বিসিবি দর্শকদের জন্য বিনামূল্যে পানি সরবরাহের ব্যবস্থা করেছে। পুষ্টি’র সহায়তায় স্টেডিয়ামের চারপাশে ছয়টি কাউন্টার স্থাপন করা হয়েছে। এছাড়া গ্যালারি এবং স্টেডিয়ামের আশপাশকে আকর্ষণীয় করতে গ্রাফিতি দিয়ে সাজানো হয়েছে, যেখানে উঠে এসেছে ‘জুলাই অভ্যুত্থানের’ চিত্র।

তবে বিপিএলের আয়োজন নিয়ে কিছু বিতর্কও রয়েছে। বিপিএলের টিকিটিং ব্যবস্থায় সমস্যার অভিযোগ তুলেছেন দর্শকরা। বিপিএলের টিকিটের ৩০-৩৫% অনলাইনে বিক্রি হলেও বাকিটা মধুমতি ব্যাংকের শাখা এবং বুথের মাধ্যমে সরবরাহ করা হবে। এই ঘোষণা একেবারে শেষ মুহূর্তে দেওয়া হয়েছে, যা দর্শকদের অসন্তুষ্টির কারণ হয়েছে।

এর পাশাপাশি, টুর্নামেন্টের আগে তিনটি মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। তবে অনেকের মতে, এই ধরনের আয়োজনের চেয়ে ক্রিকেটারদের উন্নয়ন এবং অবকাঠামোতে বিনিয়োগ করা উচিত ছিল। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও এই বিষয়ে মতামত দিয়েছেন।

"আমার মতে, যদি আমরা ভিন্নধর্মী বিপিএল আয়োজন করতে চাই, তবে ক্রিকেট এবং টুর্নামেন্টের ওপর বিনিয়োগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কনসার্ট বা অন্য কিছুর চেয়ে ক্রিকেটে বিনিয়োগই মূল বিষয়" বলেন তামিম।

অধিনায়ক হিসেবে তামিম তার দলকে শিরোপা ধরে রাখার লক্ষ্য দিয়েছেন। তবে তিনি অন্য দলগুলোকেও হালকাভাবে নিচ্ছেন না। "আমরা শিরোপাধারী দল, তাই অবশ্যই শিরোপা ধরে রাখার চেষ্টা করব। তবে টুর্নামেন্ট শুরুর পরই বোঝা যাবে কোন দল কতটা প্রস্তুত" তামিম যোগ করেন।

সম্পর্কিত খবর