ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে ভারত

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:০৯ পিএম | ১৫ নভেম্বর, ২০২৩

আসরে নয় ম্যাচের প্রত্যেকটিতেই জিতে শীর্ষে থেকেই প্রথম রাউন্ড শেষ করেছে ভারত। দলীয় পারফর্ম বিচারে ফর্মের তুঙ্গে আছেন দলের নিয়মিত খেলোয়াড়রা। ২০১১ আসরের পর প্রতি আসরের সেমি থেকেই বিদায় নিয়েছে রোহিত-কোহলিরা। এবার আর সেটি ঘটাতে চান না তারা। অপরাজিত শিরোপা জয়ে আরও এক ধাপ এগিয়ে থাকতে চায় রোহিত শর্মার দল।

অন্যদিকে বেশ আগ্রাসনের সঙ্গে আসর শুরু করলেও মাঝপথে এসে ট্র্যাক হারায় কিউইরা। তবে শেষ পর্যন্ত রান রেটের সমীকরণ ছাপিয়ে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করে উইলিয়ামসনের দল। গত দুই আসরে ভারতের থেকে কিছুটা ভিন্ন কিউইদের যাত্রা। দুই আসরেই সেমির বাঁধা পেরিয়ে ফাইনালে পৌঁছায় তারা। তবে দুবারই শিরোপা ছোঁয়া হয়নি তাদের। এবার সেটি অর্জনের তৃতীয় চেষ্টা করতে চায় দলটি।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে দুই দল।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, যশপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

 

খেলার দুনিয়া | ফলো করুন :