জয়সওয়ালকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন মুম্বাইয়ের কিশোর

জয়সওয়ালকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন মুম্বাইয়ের কিশোর

লিস্ট-এ ক্রিকেটে ১৫০ রানের বেশি করা করে পুরুষ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মুম্বাইয়ের কিশোর আয়ুশ মহাত্রে। এ রেকর্ড গড়তে তিনি টপকে গেলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার যশস্বী জসওয়ালকে। মাত্র ১৯ বছর ১৬৮ দিনে এই রেকর্ড গড়েন তিনি।

মঙ্গলবার বিজয় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডের বিপক্ষে তিনি এই রেকর্ড করেন। জসওয়ালও মুম্বাইয়ের হয়ে ২০১৯ সালে ১৭ বছর ২৯১দিন বয়সে ঝারখন্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন। কিন্তু আয়ুশ মহাত্রের রেকর্ডের পর তিনি এই তালিকায় তিনি দুইয়ে।

মুম্বাইয়ের হয়ে অভিষেক হওয়া ম্যাচে ১১৭ বলে ১১ ছয় ও ১৫ চারে সংগ্রহ করেন ১৮১ রান। তার ইনিংসের উপর ভর করে মুম্বাইয়ের ৫০ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ৪০৩ রান। তিনি ইরানি কাপেও মুম্বাইয়ের স্কোয়াডে ছিলেন।

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেওয়া আয়ুশ খেলেছেন রঞ্জি ট্রফিও। অভিষেকেই করেন ৭১বলে ৫২ রান। তার অসাধারণ ইনিংস মুম্বাইকে বিজয় হাজারে ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছে।

সম্পর্কিত খবর