সাদা বলের ক্রিকেট চালিয়ে যেতে চান ওয়ার্নার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৩৫ পিএম | ১৫ নভেম্বর, ২০২৩

বয়সটা ৩৭ পেরিয়েছে। খেলছেন নিজের তৃতীয় বিশ্বকাপ। নিয়মিত পারফর্ম ভালোর কাতারে থাকলেও, বিশ্বকাপে এলে যেন ফর্ম আরও ফুলে ফেঁপে উঠে। এবারও হয়নি তার ব্যতিক্রম, দারুণ ছন্দে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

এটিই কী তার শেষ বিশ্বকাপ? এই ধোঁয়াশা এবার পরিস্কার করলেন তিনি। আগামী জানুয়ারিতে টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেও সাদা বলে ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান। এমনকি সুযোগ পেলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার কথা অস্বীকারও করেননি বাঁহাতি এই ব্যাটার।

৩৭ বছর বয়সে এসে এখনও পরিপূর্ণভাবে ফিট রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ওয়ার্নার বলেন, “আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা আপাতত আমার লক্ষ্য। এর পর আমি সিদ্ধান্ত নিব সাদা বলের ক্রিকেটে আমার পরবর্তী লক্ষ্য কি হবে।

এবারের বিশ্বকাপ আসরে অস্ট্রেলিয়ার হয়ে নয় ম্যাচ খেলে ৪৯৯ রানের করেছেন তিনি। আছেন আসরের অজিদের হয় সর্বোচ্চ রানের মালিক হিসেবে। এছাড়া, বিশ্বকাপে ২৭ ম্যাচে ছয়টি সেঞ্চুরি নিয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় রোহিত শর্মার (৭টি) ঠিক পরেই তার অবস্থান।

খেলার দুনিয়া | ফলো করুন :