টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক ‘ছিলেন’ নাজমুল হোসেন শান্ত। গত রাত পর্যন্ত অতীত কালটা ব্যবহার না করলেও হতো। তবে তা করতে হচ্ছে এখন, কারণ তিনি বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি আর অধিনায়ক থাকছেন না টি-টোয়েন্টি ফরম্যাটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

লম্বা সময় ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে রানখরায় ভুগছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ ফিফটি করেছিলেন প্রায় এক বছর আগে, ২০২৩ সালের ৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ১৯ ইনিংস ব্যাট করেও ফিফটির দেখা পাননি তিনি। এই বাজে ফর্মই শেষ পর্যন্ত শান্তকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

শান্তর খারাপ ফর্ম শুধু টি-টোয়েন্টিতেই নয়, ওয়ানডে ও টেস্টেও প্রভাব ফেলেছে। তবে তিনি এই দুই ফরম্যাটে অধিনায়ক হিসেবে বহাল থাকবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘শান্ত ফাইনালি জানিয়েছে যে সে আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকবে না। আমরা এ সিদ্ধান্ত মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই, নতুন অধিনায়ক এখনই ঘোষণা করছি না। চোটজনিত কোনো সমস্যা না থাকলে ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদের নাম সামনে এসেছে। তবে তাসকিনের চোট প্রবণতা এবং মিরাজের টি-টোয়েন্টি দলে স্থায়ী জায়গার অভাব তাকে এই দৌড়ে পিছিয়ে দিয়েছে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে লিটন দাসের নেতৃত্বে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। লিটন এরপরই জানিয়েছেন, তিনি দীর্ঘমেয়াদি অধিনায়কত্বের জন্য প্রস্তুত। বিসিবির পরিকল্পনায়ও রয়েছেন তিনি। তাই আগামী জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে লিটনকেই দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর