সিডনি টেস্ট থেকে বাদ পড়লেন রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা সিডনি টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তার ব্যর্থতা এবং দলের কম্বিনেশন নিয়ে সমস্যা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল।
রোহিত প্রথম টেস্টে অনুপস্থিত ছিলেন দ্বিতীয় সন্তানের জন্মের কারণে। অ্যাডিলেডে ফিরে অধিনায়কত্ব করলেও তার পারফরম্যান্স ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে সমালোচনা চলছেই। অ্যাডিলেড ও ব্রিসবেনে তিনি মিডল-অর্ডারে ব্যাট করলেও মেলবোর্নে আবার ওপেনিংয়ে ফেরেন। তার এই সিদ্ধান্তে শুবমান গিলকে বাদ দিতে হয়, যা উল্টো দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
৩৭ বছর বয়সী রোহিতের জন্য এটাই হয়তো টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সিডনি টেস্টের আগে তাকে বাদ দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২৪ সালের শুরু থেকে তার ব্যাটিং গড় ২৪.৭৬, যা তার দীর্ঘ ক্যারিয়ারের তুলনায় অনেক নিচে। চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৩১ রান, গড় ৬.২০।
২০২৪ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালায় সেঞ্চুরির পর থেকে রোহিতের পারফরম্যান্স আরও নিচে নেমে যায়। এরপরের ১৫ ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৫৪ রান, গড় ১০.২৬। ব্যাটিংয়ের পাশাপাশি তার নেতৃত্ব এবং মাঠের সিদ্ধান্তগুলো নিয়েও প্রশ্ন উঠেছে।
সিডনি টেস্টের আগে রোহিত প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে অংশ নেননি। এর আগে বৃহস্পতিবারের প্র্যাকটিস সেশনে রোহিত দূর থেকে গোটা প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন। অন্যদিকে, জাসপ্রিত বুমরাহ দলে আরও সক্রিয় ভূমিকা পালন করেন এই সময়। সিডনি টেস্টেও নেতৃত্বের দায়িত্ব তারই হাতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বুমরাহর অধিনায়কত্বে ভারত প্রথম ম্যাচ ২৯৫ রানে জিতেছিল। তবে পরবর্তী ম্যাচগুলোয় দল ছন্দ হারায়। সিডনি টেস্টের মাধ্যমে ভারত আশা করছে, দলটি নতুন উদ্যমে ফিরে আসবে এবং বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে পারবে।
নতুন একাদশে ওপেনিংয়ে ফিরছেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। শুবমান গিল ব্যাট করবেন তিন নম্বরে। পেস বোলিং আক্রমণে প্রসিদ্ধ কৃষ্ণা জায়গা পেতে পারেন, আর হারশিত রানাও দলে যুক্ত হতে পারেন।