তাসকিনের দিনে রাজশাহীর প্রথম জয়  

তাসকিনের দিনে রাজশাহীর প্রথম জয়  

পথটা গড়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ। স্বীকৃত ক্রিকেটের তৃতীয় সেরা বোলিংয়ে তিনি ঢাকা ক্যাপিটালসকে বড় রান পেতে দেননি। ১৭৪ রানে আটকে যায় ঢাকা। জবাবে এনামুল হক বিজয় আর রায়ান বার্লের দায়িত্বশীল ব্যাটিংয়ে দুর্বার রাজশাহী ৭ উইকেটে জয় তুলে নেয়। যা আবার এবারের বিপিএলে তাদের প্রথম জয়।

ঢাকা ক্যাপিটালস ৯ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছিল, যা রাজশাহী ১১ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখেই টপকে যায়। রাজশাহীর জয়ের মূল কারিগর ছিলেন তাসকিন আহমেদ। বিপিএল ইতিহাসে সেরা স্পেল, টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সেরা স্পেল উপহার দিয়ে ১৯ রানে ৭ উইকেট তুলে নেন তিনি।  

ঢাকার হয়ে স্টিফেন এস্কিনাজি ২৯ বলে ৪৬ এবং শাহাদত হোসেন দিপু ৪১ বলে ৫০ রানের ইনিংস খেলেন। তবে তাসকিনের বোলিং তাণ্ডবে ঢাকার বড় স্কোরের স্বপ্ন ধূলিসাৎ হয়।  

লক্ষ্য তাড়ায় রাজশাহীর শুরুটা ছিল নড়বড়ে। ওপেনার মোহাম্মদ হারিস ১২ রান করে মুস্তাফিজুর রহমানের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। এনামুল হক বিজয়ও শুরুতে জীবন পেয়েছিলেন লিটন দাসের মিস ক্যাচে। এরপর মুকিদুল ইসলাম মুগ্ধ জিশান আলমকে শূন্য রানে ফেরালে রাজশাহী চাপে পড়ে যায়।  

তবে ইয়াসির আলির সঙ্গে বিজয়ের ৪২ রানের জুটি এবং পরে বিজয় ও রায়ান বার্লের ১০৬ রানের অপরাজিত জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। বিজয় ৪৬ বলে ৭৩ রান করেন। অন্যদিকে, বার্ল ৩৩ বলে ৫৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।  

সম্পর্কিত খবর