কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতেরও বিশ্বরেকর্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আইসিসি নকআউটের ইতিহাসটা বেশ খারাপই ছিল। ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ বিশ্বকাপের সেমি, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিউইরা যেন রীতিমতো জুজুই ছিল ভারতের জন্য। তবে সে জুজুটা আজ দূর করার পথেই আছে ভারত। বিরাট কোহলির রেকর্ডগড়া সেঞ্চুরিতে ভর করে একগাদা রেকর্ড গড়ে তুলেছে ৩৯৭ রান। ফলে সেমিফাইনালের প্রথম ইনিংসের পরই মনে হচ্ছে ফলটা নিশ্চিত হয়ে গেছে অনেকটাই।
কোহলি আজ সেঞ্চুরি করেছেন। তাতে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা তার হয়ে গেল আজ। তার আগে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও তার হয়ে গেছে। তারও আগে গড়েছেন এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি। পরে তিনি থামেন ১১৭ রানে। এটাও একটা রেকর্ড। বিশ্বকাপের সেমিফাইনালে এর চেয়ে বড় ইনিংস খেলেননি আর কেউ!
শুধু কি তিনি একা? ২৯ বলে ৪৭ করা রোহিত থেকে শুরু করে ৬৬ বলে ৮০ করা শুভমান গিল, কিংবা ৭০ বলে ১০৫ করা শ্রেয়াস আইয়ার, কে খুনে মেজাজে ছিলেন না? শেষে এসে লোকেশ রাহুলও করেছেন ২০ বলে ৩৯। এসব ইনিংসে ভর করেই ভারত ৩৯৭ রানের পাহাড় দাঁড় করিয়েছে নিউজিল্যান্ডের সামনে।
তাতে একটা রেকর্ডও হয়ে গেছে। বিশ্বকাপের নকআউট ম্যাচে সর্বোচ্চ দলীয় রানের কীর্তিটা এখন ভারতের। কোহলিরা কার রেকর্ড ভেঙেছেন জানেন? প্রতিপক্ষ নিউজিল্যান্ডেরই। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টারে উইন্ডিজের বিপক্ষে ৩৯৩ রান করেছিলেন ব্রেন্ডন ম্যাককালামরা। আজ রোহিত শর্মার দল পেরিয়ে গেল সেটাকেই।