উসমানের রানটাই তুলতে পারল না রাজশাহী
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের এক রোমাঞ্চকর ম্যাচে চিটাগং কিংসের কাছে ১০৫ রানের বড় ব্যবধানে হারল দুর্বার রাজশাহী। চিটাগংয়ের পাকিস্তানি ওপেনার উসমান খানের দুর্দান্ত সেঞ্চুরি আর বল হাতে চমৎকার পারফরম্যান্সে চট্টগ্রাম জয়ের খাতা খুলে বিপিএল ইতিহাসে দ্বিতীয় বড় জয় নিশ্চিত করল।
প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে চিটাগং কিংস ৫ উইকেটে সংগ্রহ করে ২১৯ রান। উসমান খান রাজশাহীর বোলারদের ওপর চড়াও হয়েছিলেন, মাত্র ৬২ বলে ১২৩ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১০টি চার আর ৯টি ছক্কার ঝড়। তাকে দারুণ সঙ্গ দেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ১২০ রানের জুটি। যদিও ক্লার্ক ফিরেন ২৫ বলে ৪০ রান করে।
রাজশাহীর পক্ষে বোলিংয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ, যিনি উসমান খানের উইকেট তুলে নেন। তবে তার আগেই চিটাগংয়ের সংগ্রহ ২০০ ছাড়িয়ে যায়।
২২০ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী উসমান খানের ১২৩ রানও তুলতে পারেনি। তারা প্রথম ওভারেই হোঁচট খায়। ওপেনার সাব্বির হোসেন মাত্র ৮ রান করে ফিরেন। মোহাম্মদ হারিসের ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস কিছুটা আশা দেখালেও তা দীর্ঘস্থায়ী হয়নি। চিটাগংয়ের বোলারদের সামনে বাকিরা কেউই দাঁড়াতে পারেননি।
ক্যাপ্টেন এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। ইয়াসির রাব্বি ও রায়ান বার্লও ব্যর্থ হন। শেষ পর্যন্ত রাজশাহী অলআউট হয় মাত্র ১১৪ রানে। চিটাগংয়ের পক্ষে আরাফাত সানি ও আলিস ইসলাম তিনটি করে উইকেট তুলে নেন।