সরে দাঁড়ালেন বাবর
২০২৩ বিশ্বকাপে পারফর্মই করতে পারেনি দল। বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই। তার দায় নিয়ে বিশ্বকাপ শেষের আগেই অধিনায়কত্বের পদটা ছেড়ে দিলেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন তিনি।
বিশ্বকাপে নয় ম্যাচের মাত্র ৪টিতে জিতেছে তার দল। সেমিফাইনালের দৌড়ে থাকলেও শেষমেশ শেষ চারে আর খেলা হয়নি তার। এরপরই তিনি এ সিদ্ধান্ত জানালেন, ‘আমার মনে আছে ২০১৯ সালে পিসিবি যখন আমাকে ফোনকলে জানাল, আমাকে পাকিস্তানের অধিনায়কত্ব করতে হবে। শেষ চার বছরে আমি মাঠে ও মাঠের বাইরে অনেক চড়াই-উতরাই পেরিয়েছি। তবে মনের গভীর থেকে আমি পাকিস্তানের সম্মান ও গর্ব উঁচুতে রাখার চেষ্টাটাই করেছি পুরোটা সময়।’
তার অধীনে ওয়ানডে-টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১ নম্বরে পৌঁছেছে পাকিস্তান। এর কৃতিত্বের পুরোটা তিনি দিয়েছেন দলকেই। তার কথা, ‘সাদা বলে শীর্ষস্থানে যাওয়াটা খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টের সম্মিলিত চেষ্টার ফল। তবে আমি পাকিস্তান ক্রিকেট ভক্তদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, আমার এই যাত্রায় তারা যে অফুরন্ত সমর্থন দিয়েছে, তার জন্যে।’
এরপরই তিনি জানান তার পদত্যাগের সিদ্ধান্তটা। সেখানে তিনি বলেন, ‘আজ আমি পাকিস্তানের সব ফরম্যাটের অধিনায়কের পদ ছেড়ে দিচ্ছি। কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার মনে হয়েছে ঘোষণাটা দেওয়ার জন্য এটাই ভালো সময়। তবে আমি সব ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করব। নতুন অধিনায়ককে নিজের নিবেদন ও অভিজ্ঞতা দিয়ে সাহায্য করব। এত বড় দায়িত্ব দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে আমার ওপর বিশ্বাস রেখেছে, সে জন্য পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই।’