পান্ত ঝড়ের পরও অস্ট্রেলিয়াই এগিয়ে

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:৪৬ পিএম | ০৪ জানুয়ারি, ২০২৫

সিডনি টেস্টের দুই ইনিংসে দুটো ভিন্ন রূপ দেখালেন ঋষভ পান্ত। তার দুই ইনিংস যেন দুই বিপরীত মেরু। প্রথম ইনিংসে ৯৮ বলে ৪০ রান করা পান্ত দ্বিতীয় ইনিংসে খেলেছেন সম্পূর্ণ ভিন্ন মেজাজে। মাত্র ৩৩ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তার ২৯ বলে ফিফটি ছিল অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী ব্যাটসম্যানদের দ্রুততম, আর ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।  

তবে পান্তের ব্যাটে ঝড় তুলেও দ্বিতীয় দিনের খেলা শেষে এগিয়ে আছে অস্ট্রেলিয়াই। ভারত প্রথম ইনিংসে ৪ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৪১ রান তুলে দিন শেষ করেছে। ফলে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতের ব্যাটিং লাইনআপকে চাপে রেখেছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড, নিয়েছেন ৪ উইকেট।

ভারতের ব্যাটসম্যানদের মধ্যে যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি হতাশ করেছেন। জয়সওয়াল শুরুটা দারুণ করলেও থেমে যান ২২ রানে। আর কোহলি ১৩ রানে ফিরে যান অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দিয়ে। এ নিয়ে চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে কোহলি আটবার একইভাবে আউট হলেন।  

দিনের শেষ দিকে স্টিভেন স্মিথের ক্যাচ মিস ভারতকে কিছুটা সুযোগ এনে দেয়। রবীন্দ্র জাদেজা যখন ৬ রানে, তখন তার ক্যাচ মিস করেন স্মিথ। আগামীকাল তার এই ক্যাচ মিস কতটা ভোগায় অজিদের, সেটাই এখন দেখার বিষয়।

এর আগে, অস্ট্রেলিয়া দিনের শুরুতে ১ উইকেটে ৯ রান নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হয়। অভিষিক্ত বো ওয়েবস্টার করেন ৫৭ রান, আর স্টিভেন স্মিথ যোগ করেন ৩৩ রান। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা ৩টি করে উইকেট নেন।  

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
ভারত: ১৮৫ ও ১৪১/৬ (পান্ত ৬১, জয়সওয়াল ২২, কোহলি ১৩; বোল্যান্ড ৪/৪২)। 
অস্ট্রেলিয়া: ১৮১ (ওয়েবস্টার ৫৭, স্মিথ ৩৩; কৃষ্ণা ৩/৪২, সিরাজ ৩/৫১)।

খেলার দুনিয়া | ফলো করুন :