‘মেডেল অফ ফ্রিডম’ নিতে বাইডেনের অনুষ্ঠানে যেতে পারলেন না মেসি

‘মেডেল অফ ফ্রিডম’ নিতে বাইডেনের অনুষ্ঠানে যেতে পারলেন না মেসি

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম’ লাভ করেছেন। শনিবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মান প্রদান করেন। তবে মেসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। 

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এবং আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারের ইন্টার মায়ামির হয়ে খেলছেন। তিনি এই সম্মানপ্রাপ্ত প্রথম আর্জেন্টাইন এবং প্রথম পুরুষ ফুটবলার। 

অন্যান্য সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন ইউটু গায়ক ও অ্যাক্টিভিস্ট বোনো, প্রাক্তন বাস্কেটবল তারকা ম্যাজিক জনসন এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, যারা সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে মেসির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। 

মেসির প্রতিনিধি দল ইন্টার মায়ামির মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, তার পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ডিসেম্বরের শেষে ফিফা থেকে ক্লাবকে জানানো হয় যে লিও এই সম্মান পেতে যাচ্ছেন। লিও ক্লাবের মাধ্যমে হোয়াইট হাউসে একটি চিঠি পাঠান, যেখানে তিনি বলেন যে তিনি এই সম্মানে গভীরভাবে সম্মানিত এবং এটি তার জন্য একটি বড় প্রাপ্তি। তবে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি উপস্থিত হতে পারছেন না। তিনি ভবিষ্যতে সাক্ষাতের আশা প্রকাশ করেছেন।’

হোয়াইট হাউস জানিয়েছে, এই পদক তাদের প্রদান করা হয় যারা ‘যুক্তরাষ্ট্রের মূল্যবোধ, শান্তি বা গুরুত্বপূর্ণ সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অসাধারণ অবদান রাখেন।’ মেসির কর্মজীবন এবং শিশুদের জন্য স্বাস্থ্য ও শিক্ষাখাতে তার অবদান, যেমন লিও মেসি ফাউন্ডেশন ও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে তার ভূমিকা, তাকে এই সম্মান প্রদানে ভূমিকা রেখেছে।

সম্পর্কিত খবর