দুর্দান্ত জয়ে সিরিজ শুরু নিউজিল্যান্ডের
চ্যাম্পিয়ন্স ট্রফির বছরে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইটা হয়ে উঠল একপেশে। দুর্দান্ত পারফরম্যান্সে ব্ল্যাকক্যাপসরা শ্রীলঙ্কাকে ১৭৮ রানে অলআউট করে ৯ উইকেটে বিশাল জয় তুলে নিল ২৩.৫ ওভার হাতে রেখেই।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এবং শুরু থেকেই চেপে ধরে শ্রীলঙ্কাকে। ২৩ রানের মধ্যেই তুলে নেয় ৪ উইকেট। শ্রীলঙ্কা বড় বিপর্যয় থেকে রক্ষা পেলেও পুরো ম্যাচে আর দাঁড়াতে পারেনি।
শ্রীলঙ্কার ওপেনার আভিস্কা ফার্নান্দো দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন। জানিথ লিয়ানাগে (৩৬), চামিদু বিক্রমাসিংহে (২২) এবং ওয়ানিন্দু হাসরাঙ্গার (৩৫) ছোট ছোট অবদান রাখলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ফলে দলটি ৪৪তম ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায়।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ম্যাট হেনরি ছিলেন সবচেয়ে কার্যকরী। তিনি ১৯ রানে ৪ উইকেট নেন। জ্যাকব ডাফি এবং ন্যাথান স্মিথ পান ২টি করে উইকেট।
১৭৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকে। ওপেনিং জুটিতে রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং ১২.৩ ওভারে তুলেন ৯৩ রান। রাচিন ৩৬ বলে ৪৫ রান করে আউট হলেও উইল ইয়াং (৮৬ বলে অপরাজিত ৭৯) এবং মার্ক চ্যাপম্যান (৪২ বলে অপরাজিত ৩৮) মিলে ৮৭ রানের জুটি গড়ে খেলাটা শেষ করেন। ফলে ৯ উইকেটের জয়ে দারুণভাবে সিরিজ শুরু করে নিউজিল্যান্ড।