“তুমি সত্যিই ঈশ্বরের সন্তান”

“তুমি সত্যিই ঈশ্বরের সন্তান”

বিরাট কোহলি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেন ২০০৯ সালের ২৪ ডিসেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে। গত ৫ নভেম্বর সেই মাঠেই নিজের জন্মদিনকে আরও রাঙিয়ে তুললেন তিনি। ছুঁয়ে ফেলেন শচীনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ড। ঠিক তার ১০ দিন পর গতকাল মুম্বাইয়ের মাঠে শচীনের রেকর্ডটিও টপকে গেলেন তিনি।

শচীনের গোম গ্রাউন্ড ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে কিউইদের মুখোমুখি হয়েছিল কোহলির ভারত। শুরুতে ব্যাটিং করে নিউজিল্যান্ডের জন্য পাহাড়সম লক্ষ্য গড়েন রোহিত-কোহলিরা। মোহাম্মদ শামির অসাধারণ বোলিংয়ে ৭০ রানের জয় তুলে নেয় ভারত। এই জয়ে ভারতীয় ব্যাটারদেরও রয়েছে বিশাল ভূমিকা।

এর আগের তিন বিশ্বকাপে সেমিতে ব্যাটিং পারফরম্যান্স একদমই ভালো হয়নি কোহলির। সব মিলিয়ে করেছিলেম মাত্র ১১ রান, এবার করলেন ১১৭ রান। স্টেডিয়ামে বসে এই ইতিহাসের সাক্ষী হলেন বলিউডের তারকারা। এদের মধ্যে তাঁর স্ত্রী আনুশকা শর্মাও ছিলেন। প্রতিনিয়তই তাকে মাঠে দেখতে পাওয়া যায়। কোহলির সাফল্যে তিনি আনন্দ ভাগ করে নিতে মাঠেই উপস্থিত ছিলেন। স্বামীর এই মাইলফলকে তিনিও গ্যালারি থেকে করেছেন বাঁধভাঙ্গা উল্লাস।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও মেতেছেন স্বামীর প্রশংসায়। তার মতে, বিরাট যেন সত্যিই ঈশ্বরের সন্তান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আনুশকা লিখেন, “ঈশ্বর হলেন সেরা চিত্রনাট্যকার। তোমার (বিরাটের) ভালবাসা দিয়ে আমাকে আশীর্বাদ করার জন্য, তোমার কাছে সম্পূর্ণ কৃতজ্ঞ। তোমাকে নিজ শক্তিতে বেড়ে উঠতে দেখা, যা অর্জন করার ইচ্ছা তা পেতে দেখা এবং খেলাধুলার প্রতি সবসময় সৎ থাকা। তুমি সত্যিই ঈশ্বরের সন্তান।”

কোহলির ১১৩ বলে ১১৭ রানের ইনিংসটি দলের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। একইসাথে তাঁর ব্যক্তিগত ক্যারিয়ারেও গতকালের ম্যাচটির মহত্ম স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল।

সম্পর্কিত খবর