হেলসের সেঞ্চুরি, রংপুরের টানা চার জয়

হেলসের সেঞ্চুরি, রংপুরের টানা চার জয়

ঢাকা পর্ব যেখানে শেষ করেছিল রংপুর রাইডার্স, সেখান থেকেই যেন সিলেটে শুরু করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলের চারে চার! এবার সিলেট স্টাইকার্সকে ঘরের মাঠে হারিয়ে দিল রংপুর। ৮ উইকেটের জয় নিয়ে রংপুর বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল।

আজ সোমবার নিজেদের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সিলেট তুলে ২০৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। জাকির ৫০। এরপর জবাবে নেমে রীতিমতো চার-ছক্কার ঝড় তুলে রংপুর। ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই উত্তরবঙ্গের দলটি পা রাখে জয়ের বন্দরে। অপরাজিত ১১৩ রান তুলে জয়ের নায়ক অ্যালেক্স হেলস।

ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে অপরাজিত থাকে রংপুর। সিলেটে নেমেই আরেক জয়। শীর্ষে সোহানের দল। অন্যদিকে দুই ম্যাচ খেলে সিলেট এখনো পায়নি জয়ের দেখা।

যদিও এদিন দিনের ম্যাচে রংপুরের শুরুটা ভাল হয়নি। দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর রংপুরকে এগিয়ে নেন সাইফ হাসান ও অ্যালেক্স হেলস। দ্বিতীয় উইকেট জুটিতে ১৮৬ রান জমা করেন তারা। সাইফ ৪৯ বলে ৮০।

এরপর ৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ তুলে নেন ইংলিশ ব্যাটার হেলস। ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ছাড়েন মাঠ। ১০ চার ও ৭টি ছক্কায় গড়া ইনিংসে তিনিই ম্যাচের সেরা! আর রংপুরও চলতি বিপিএলে তাদের উড়ন্ত যাত্রা ধরে রেখে এগিয়ে যাচ্ছে দাপটে।

এদিন রেকর্ডও হলো। ম্যাচে হয়েছে ৩১তম ছক্কা। বিপিএলে এক ম্যাচে এর আগে ২৯টির বেশি ছক্কা হয়নি। ২৯ ছক্কার দুই ম্যাচের একটি চলতি বিপিএলের। মিরপুরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা হাঁকান ২৯টি ছক্কা।

বাংলাদেশে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়েছে আজকের ম্যাচে। আগের রেকর্ড ৩০, ২০১৪ বিশ্বকাপে এই সিলেটে-আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচে।

সম্পর্কিত খবর