হারমানপ্রীত মাঠের বাইরে, নেতৃত্বে মান্ধানা

হারমানপ্রীত মাঠের বাইরে, নেতৃত্বে মান্ধানা

১০ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে রাজকোটে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থাকছেন না ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তবে শুধু হারমানই নয়, বিশ্রামে আছেন ফাস্ট বোলার রেনুকা সিংহও। সিরিজে ভারত নারী দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা, যেখানে দীপ্তি শর্মা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও দলে ডাক পেলেন রাগভি বিস্ত ও সায়ালি সাতঘারে। এবারও স্কোয়াড়ে জায়গা পাননি অরুন্ধতি রেড্ডি, শেফালি ভার্মা এবং রাধা যাদব।

এবার দলকে নেতৃত্ব দিতে যাওয়া মান্ধানা এর আগেও হারমানপ্রীতের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজটি পূর্বনির্ধারিত ২০২২-২০২৫ ভবিষ্যৎ ট্যুর প্রোগ্রামের অংশ। একই সঙ্গে ভারতের মাটিতে প্রথম আয়ারল্যান্ড নারী দলের দ্বিপাক্ষিক ম্যাচ, এছাড়া এটি ২০০৬ সালের পর দুই দলের প্রথম সিরিজ। যেখানে এখন পর্যন্ত আয়ারল্যান্ড ভারতের বিপক্ষে খেলা ১২টি ওয়ানডে ম্যাচের সবটিতে হেরেছে। সবশেষ ২০২৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়, যেখানে ভারত পাঁচ রানে জয় তুলে নেয়।

সম্পর্কিত খবর