‘দ্রাবিড়ের অধীনে সব ঠিক ছিল’

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৩৩ পিএম | ০৬ জানুয়ারি, ২০২৫

রোহিত শর্মার অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর যেন এই ভারত একেবারে অচেনা! টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ভারতের ভরাডুবি ভাবাচ্ছে প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংকে। নিজের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কথা বলেন এক সময়ের তারকা এই স্পিনার।

হরভজন ভারতের টেস্ট ক্রিকেটে সংগ্রামের কথা তুলে ধরেন। জানান, খেলোয়াড় নির্বাচনে ব্যক্তিগত খ্যাতির চেয়ে পারফরম্যান্সকে অগ্রাধিকার দেওয়া উচিত টিম ম্যানেজম্যান্টের।

হরভজনের মতে যখন থেকে গৌতম গম্ভীর কোচ হিসেবে দায়িত্ব নিলেন তখন থেকে দলের পারফরম্যান্স বিপর্যয় শুরু। এ সময় গম্ভীরের দিকে আঙ্গুল তুলেন তিনি প্রশ্ন করেন,‘রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন সবকিছু ঠিক ছিল। ভারত বিশ্বকাপ জিতেছিল, সবকিছু ঠিক ছিল। কিন্তু হঠাৎ কী হলো?’

বর্ডার-গাভাসকার ট্রফিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-৩ ব্যবধানে হেরেছে ভারত, যার ফলে এক দশকের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ট্রফিটি নিজেদের করে নেয়। এটা নিয়ে হরভজন বলেন, ‘গত ছয় মাসে, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে হারলাম, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি হোয়াইটওয়াশ এবং এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩-এ পরাজয়। সবকিছু যেন ভেঙে পড়েছে।’

আগস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। যেহেতু ইংল্যান্ড সফরের আগে এখনই কোনো টেস্ট ম্যাচ নেই, হরভজন বিশ্বাস করেন যে ভারতের কাছে পুনর্মূল্যায়ন ও পুনর্গঠন করার সময় রয়েছে। তিনি বিসিসিআই এবং নির্বাচকদের প্রতি আহ্বান জানান যেন তারা পারফরম্যান্সভিত্তিক নির্বাচন নিশ্চিত করেন এবং দলকে আবার সঠিক পথে পরিচালিত করেন।

খেলার দুনিয়া | ফলো করুন :