আবাহনী-মোহামেডান মুখোমুখি ফেড কাপের বাঁচা-মরার লড়াইয়ে
মৌসুমে আবারও মুখোমুখি হচ্ছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ফেডারেশন কাপের বি-গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে।
গত বছরের প্রিমিয়ার লিগে মোহামেডানের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল আবাহনী। মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে সেই ম্যাচে একমাত্র গোলটি করেন। হারের সেই স্মৃতি ভুলতে না পারা আবাহনী আজকের ম্যাচে প্রতিশোধের সুযোগ খুঁজছে।
এবারের মৌসুমে আবাহনী দলে বিদেশি ফুটবলার না থাকায় ফেভারিটের তকমা হারিয়েছে। তবে স্থানীয় খেলোয়াড়রা ভালো পারফর্ম করছেন, যদিও স্ট্রাইকার সুমন রেজার ইনজুরি কিছুটা ছন্দপতন ঘটিয়েছে। অন্যদিকে, মোহামেডান ছয় ম্যাচের সবকটিতে জিতে অপরাজিত থেকে লিগের শীর্ষে অবস্থান করছে।
ফেডারেশন কাপে দুই দলের সমান পয়েন্ট থাকলেও মোহামেডান গোল গড়ে এগিয়ে দ্বিতীয় স্থানে। প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হারের পর আবাহনী চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। মোহামেডানও চট্টগ্রাম আবাহনীকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ফর্মে ফিরেছে।
গ্রুপের সেরা দুই দল পরবর্তী রাউন্ডে যাবে। ছয় পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ শীর্ষে থাকায় আজকের ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই।