অজিদের ‘অষ্টম’ নাকি প্রোটিয়াদের ‘প্রথম’
এবারের আসরের নিজেদের আগ্রাসনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। আসরের নিজেদের প্রথম ম্যাচেই করেছে ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪২৮ রান।
আসরে আগে ব্যাটিংয়ে নেমে অন্যতম আগ্রাসী দল প্রোটিয়ারাই। প্রথম রাউন্ডে নিজেদের নয় ম্যাচের সাত জয়ের পাঁচটিতেই তারা জিতেছে আগে ব্যাট করতে নেমে। যার সবকটিই ছিল ১০০ রানের বেশি ব্যবধানে। সেমিতেও তাই আগে ব্যাট করে বড় সংগ্রহের দিকেই নজর থাকবে টেম্বা বাভুমার দলের।
বিশ্বকাপের মঞ্চের সেমিতে প্রোটিয়াদের স্মৃতি কেবলই হতাশার। এর আগে চারবার সেমিতে পৌঁছে একবারও ফাইনালে ওঠা হয়নি তাদের। এর মধ্যে ১৯৯৯ ও ২০০৭ সালের হেরেছিল অজিদের কাছেই। চলমান আসরে সেমিতেও তাদের বিপক্ষেই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। এবার সেই জুজু কাটিয়ে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চের ফাইনালে যেতে মরিয়া থাকবে তারা।
অন্যদিকে, অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। যেখানে অজিরা ফাইনাল খেলেছে সাতবার। সেখানে বলা যায় সেমিতে এলেই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠে দলটি। এবারের আসরটা শুরু হয়েছিল ধাক্কা দিয়ে। শুরুর দুই ম্যাচ হেরে। তবে ধাক্কা শেষ ওখানেই। এরপর জিতেছে টানা সাত ম্যাচ। সেই ধারা বজায় রেখে, স্বাভাবিকভাবেই দাপটের সঙ্গেই ফাইনালের ভারতের সঙ্গী হতে চাইবে অস্ট্রেলিয়া।