‘পিচ পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করা বন্ধ করুন‘

‘পিচ পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করা বন্ধ করুন‘

নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল মুম্বাইয়ে প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছিল ভারত। ৭০ রানের জয় তুলে নিয়েছে রোহিত-কোহলিরা। তবে ব্যাপক আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ছিল তাদের পিচ পরিবর্তনের বিষয়টি।

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি হয়েছে মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ম্যাচের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন তাদের প্রতিবেদন দ্বারা বিশ্বজুড়ে রীতিমতো আলোড়ন তুলেছিল। তাদের দাবী মতে, ভারতের স্পিনারদের বাড়তি সুবিধা দিতে নাকি আইসিসির অনুমতি না নিয়েই সেমিফাইনালের উইকেট পরিবর্তন করেছে বিসিসিআই। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে নিয়ে বিশ্বজুড়ে তাই শুরু হয় ব্যাপক সমালোচনা।

তবে ম্যাচে দেখা গিয়েছে ভারতীয় স্পিনাররা তেমন কোনো সুবিধাই পাননি। বরং পেসার মোহাম্মদ শামি একাই তাঁর গতিময় বোলিংয়ে ধসিয়ে দিয়েছেন কিউই ব্যাটারদের, তুলে নিয়েছেন ৭ উইকেট।

যারা পিচ পরিবর্তনের অভিযোগে প্রতিবেদন করেছিল, ম্যাচ শেষে তাদের ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক খেলোয়াড়, ধারাভাষ্যকার ও বিশ্লেষক সুনীল গাভাস্কার। স্টার স্পোর্টসে অভিযোগকারীদের উদ্দেশ্য করে গাভাস্কার বলেছেন, ‘যেসব নির্বোধ পিচ পরিবর্তন নিয়ে কথা বলেছে, আশা করছি, তারা মুখটা বন্ধ করবে। পিচ পরিবর্তন নিয়ে কথা বলা বন্ধ করুন। দুই দলের জন্যই এটা সমান ছিল।’

পিচ নিয়ে সকল ধরণের নেতিবাচক কথাই তিনি বন্ধ করতে বলেছেন, ‘পিচ নিয়ে আজেবাজে কথা বন্ধ করুন। অবশ্য দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার আগেই অনেকে আহমেদাবাদের পিচ নিয়ে কথা বলা শুরু করে দিয়েছেন।’

ম্যাচের আগে দীনেশ কার্তিকও বলেছিলেন ৭ নম্বর নয়, বরং ৬ নম্বর পিচেই খেলা হবে। তিনি এটাও স্বীকার করেছেন যে স্পিনাররা এখানে বাড়তি সুবিধা পাবেন। কিন্তু ম্যাচ শুরুর পর দেখা গিয়েছে দুই দলের পাঁচ জন স্পিনার মিলিয়েও মোট উইকেট পেয়েছেন মাত্র একটি। এতে এই অভিযোগটি ভিত্তিহীন বলে নিন্দা জানিয়েছেন গাভাস্কার।

সম্পর্কিত খবর