স্বপ্নের ফাইনাল নিশ্চিতে আগে ব্যাট করবে প্রোটিয়ারা
আসরের শুরু থেকেই নিজেদের অন্যতম আগ্রাসী দল হিসেবে মেলে ধরেছেন দক্ষিণ আফ্রিকা। নয় ম্যাচের সাতটি জিতে জায়গা করে নিয়েছে শেষ চারে। এ নিয়ে পঞ্চমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সেমিতে পোঁছাল প্রোটিয়ারা। এর আগে চারবার সেমিতে উঠলেও সেখান থেকে ফাইনালে দলটি খেলেনি একবারও।
অন্যদিকে, নক-আউট ইতিহাসের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। হেক্সা মিশনে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নিতে মাঠে নামবে তারা।
কলকাতার ইডেন গার্ডেনসে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। দুই দলের একাদশেই এসেছে দুই পরিবর্তন। মার্কাস স্টয়নিস ও শন অ্যাবোটের পরিবর্তে একাদশে এসেছেন বিশ্রামে থাকা গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। অন্যদিকে প্রোটিয়াদের একাদশে ফিরেছেন মার্কো ইয়ানসেন ও তাব্রিজ শামসি।
অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডুসেন, এইডেন মারক্রাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কুটসিয়া, কাগিসো রাবাদা, তাব্রিজ শামসি।