লিটনের সেঞ্চুরি ম্যাচের হাসি কেড়ে নিলেন জাকির
চেনা ছন্দে ফেরার দিনে একটা মাইলফলকেও গতকাল পা রাখেন লিটন কুমার দাস। বিপিএলে শুক্রবার খেলতে নামেন নিজের সেঞ্চুরি ম্যাচে। যেখানে তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৭৩ রান। ১০০তম ম্যাচে নিজেও ফিরেছিলেন রানে। কিন্তু মাইলফলক ছোঁয়া ম্যাচেও জিতল না তার দল।
লিটন দাসের মুখের হাসি কেড়ে জাকির হাসানের ব্যাট। ঢাকা ক্যাপিটালসকে আরও একটা হার উপহার দিয়ে সিলেট স্ট্রাইকার্স চলতি বিপিএলে তুলে নিল প্রথম জয়। ৩ উইকেটে জিতে জিতল স্বাগতিকরা। আর ঢাকা ক্যাপিটালসকে দেখল টানা ষষ্ঠ হার!
ঢাকার দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেন জাকির হাসান। তাতেই সিলেট পায় আসরের প্রথম জয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয়ের নায়ক জাকির বলেন মানিয়ে নিয়ে খেলেই পেয়েছেন সাফল্য, ‘দেখুন, উইকেট ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে যে এখানে জোনে পড়লে মারা যাবে। আমি ওইভাবেই পরিকল্পনা করার চেষ্টা করেছি। প্রথম ইনিংসে যেহেতু ওরা ব্যাটিং করেছে। উইকেটটি দেখে নেয়ার চেষ্টা করেছিলাম। আমার যেগুলো জোনে পেয়েছি ওগুলো হিট করার চেষ্টা করেছি।’
জয়ের নায়ক জাকির আরও বলেন, ‘দল আশা করছিল যে আমরা একটা ম্যাচ জিতব। ফাইনালি আমরা একটা ম্যাচ জিতেছি। সবচেয়ে বেশি যেটা বলব যে দর্শকরা অকল্পনীয় সমর্থন করেছে পুরো আসরজুড়ে। সবসময় ফুল প্যাকড দর্শক থাকছে। তো খুব উপভোগ করছি।’
জাকির উৎসর্গ করলেন সিলেটের ক্রিকেটপ্রেমীদের, ‘ওইভাবে উৎসর্গ করতে চাই না। করলে এখন আপাতত আমাদের ভক্তদের করতে চাই। ওরা আমাদের অনেক সমর্থন করছে, একটু আগে যা বললাম। তাই এই ফিফটি আমি দর্শকদের উৎসর্গ করতে চাই।’