যত রেকর্ড গড়ে গেলেন তামিম

যত রেকর্ড গড়ে গেলেন তামিম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। লাল-সবুজের জার্সিতে আর দেখা যাবে না দেশের সর্বকালের সেরা এই ওপেনারকে। 

দেশের ক্রিকেটে তামিম যেমন ছাপ রেখে গেছেন সেরা ওপেনার হিসেবে তেমনি রেখে গেছেন অসংখ্য রেকর্ড। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তার অসাধারণ পারফরম্যান্স ও রেকর্ডের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। 

তামিমের যত রেকর্ড
-ওয়ানডেতে ক্রিকেটে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের রেকর্ড তামিমের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭টি ম্যাচ খেলে ২৮৫৩ রান করেছেন তামিম; যা বিশ্ব রেকর্ড।

-টেস্টে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড তামিমের দখলে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েসকে নিয়ে গড়েন ৩১২ রানের জুটি।

-বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করা ব্যাটার তামিম ।

-আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তামিম ইকবাল।

-ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম ও বিশ্বক্রিকেটে ষষ্ঠ কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানও তামিম। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৯ বছর বয়সে প্রথম সেঞ্চুরি করেন তামিম।

-টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক তামিম। টেস্ট এবং ওয়ানডেতে যথাক্রমে ৪১টি  ও ৭০টি অর্ধশতকের মালিক তামিম।

অধিনায়ক হিসেবে তামিম
তামিমের নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডেতে ৩৭টি ম্যাচের মধ্যে জয় পেয়েছে ২১টিতে। তার নেতৃত্ব দক্ষতা দলের জন্য বড় প্রেরণা হয়ে থাকবে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার।

সম্পর্কিত খবর