“কোহলি তো সেরাই, কিন্তু সে আরও অসাধারণ হয়ে উঠছে”
নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরিটি তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন বিরাট কোহলি। তারপরই কিউই অধিনায়ক উইলিয়ামসন কোহলিকে বিশ্বের সেরা ব্যাটার বলে আখ্যায়িত করেছেন।
কিউই অধিনায়ক মনে করেন যে, বয়সের সাথে সাথে কোহলি যেন আরও ভালো ব্যাটার হয়ে উঠছেন। প্রতিনিয়তই কোহলির পারফরম্যান্স তাকে মুগ্ধ করছে। আধুনিক ক্রিকেটে কোহলিকেই তাই সেরা বলেছেন উইলিয়ামসন।
ভারতের বিপক্ষে ৭০ রানের পরাজয়ে আরও একবার স্বপ্নভঙ্গ হয়েছে নিউজিল্যান্ডের। খুব কাছে যেয়েও সোনালী ট্রফিটি ছুঁতে পারেননি কেন উইলিয়ামসন। তবে শেষ পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়ে গিয়েছিল কিউইরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করেছেন কিউই এই অধিনায়ক।
“আমি মনে করি এটা খুবই বিশেষ একটি মূহুর্ত। ওয়ানডে ক্রিকেটে আপনি ৫০টি সেঞ্চুরি করে ফেলেছেন, দিন দিন আরও ভালো খেলা উপহার দিয়ে যাচ্ছেন, দলের জয়ে বড় ভূমিকা পালন করছেন, এত সাফল্য আপনার ঝুলিতে রয়েছে। এটি সত্যিই বিশেষ।“- এমনটাই বলেন উইলিয়ামসন।
তিনি আরও বলেন, “এবং মনে হচ্ছে তিনি আরও ভালো হয়ে উঠছেন, যা বিশ্বজুড়ে তার বিপক্ষ দলের জন্য উদ্বেগের বিষয়, তবে এটির প্রশংসা করা উচিত। এটি সত্যিই অবিশ্বাস্য। যদিও আজকের দিনে তাঁর (কোহলির) সাফল্যের অন্য পাশে থাকা আমার জন্য সময়টি কঠিন। আমি মনে করি আগামী দিনে, সম্ভবত খুব শীঘ্রই আপনি তার মহত্ত্বের প্রশংসা করবেন।“