পারফর্ম করিনি তাই বাদ পরেছি: লিটন দাস

পারফর্ম করিনি তাই বাদ পরেছি: লিটন দাস

দুপুরে ঘোষণা করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল। বাজে ফর্মের কারণে লিটন দাস বাদ পড়েন দল থেকে। সেদিন বিকালেই তার ব্যাটে রেকর্ড গড়া এক সেঞ্চুরি। লিটন দাসের আক্ষেপটা একটু বেশিই হবে। ফর্মে ফিরতে যে বড্ড দেরী করে ফেললেন! তবে বাস্তবতা মেনে নিয়েছেন এ ব্যাটার। জানিয়েছেন, বাজে ফর্মের কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

গত রোববার বিকালে দূর্বার রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে ১২৫ রানের ইনিংস খেলেন লিটন। তাতে অবশ্য ভাগ্য বদলায়নি এই ব্যাটারের। তার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়ে গেছে।

দল থেকে বাদ পরা নিয়ে লিটন বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন আমার হাতে নেই। নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছে কে খেলবে আর কে খেলবে না। আমার কাজ পারফর্ম করা যা আমি করতে ব্যর্থ হচ্ছিলাম।অবশেষে ভালো কিছু করতে পেরেছি। তবে এটা এখন অতীত। আমি শূন্য থেকে শুরু করতে চাই। আমি কঠোর পরিশ্রম করে যেতে চাই। দেখা যাক সামনে কি হয়।’

লিটন আরও যোগ করে বলেন, ‘এটা আমিই নিজেও জানি কেন আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। আমাকে বাদ দেওয়া হয়েছে কারণ আমি পারফর্ম করতে পারছিলাম না।’

শেষ ৭ আন্তর্জাতিক ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি লিটন। তার সর্বশেষ অর্ধশতক এসেছিল ২০২৩ সালের অক্টোবরে। বিপিএলেও বাজে ভাবে শুরু করেছিলেন। শেষ ২ ইনিংস বাদ দিলে তার আগের ৪ ইনিংসে তার রান ছিল মাত্র ৪২।

লিটন বলেন, ‘ভালো করলে মানুষ সমর্থন করবে,খারাপ করলে সমালোচনাও করবে। এগুলো নিয়ে আমি ভাবতে চাই না। নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি শুধু আমার খেলায় উন্নতি করতে চাই। আর তার জন্য আমাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে।’

রাজশাহীর সঙ্গে ১৪৯ রানের জয় পরবর্তীতে ঢাকা ক্যাপিটালসকে ভালো করার আত্মবিশ্বাস এনে দেবে বলে মনে করেন লিটন। ৭ ম্যাচে মাত্র ১ জয়ে তার দল আছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে।

সম্পর্কিত খবর