পিএসএলে দল পেলেন নাহিদ রানা

পিএসএলে দল পেলেন নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। প্লেয়ার্স ড্রাফপে পেশোয়ার জালমির কিনে নিয়েছে সময়ের আলোচিত এই পেস বোলারকে।

পাকিস্তান সুপার লিগে গোল্ড ক্যাটাগরিতে দল পেয়েছেন নাহিদ রানা।

প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। তবে আজ ড্রাফটের প্রথম ডাকে অবিক্রিত থাকলেন দুজনই। 

ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। যদিও তাদের কেউই এখন অব্দি দল পাননি। 

আজ সোমবার লাহোর দুর্গের হুজুরি বাগে চলছে পিএসএল চলতি মৌসুমের নিলাম। যেখানে গোল্ডেন ক্যাটাগরিতে তালিকাভুক্ত থেকে দল পেয়েছেন নাহিদ।

পিএসএল ড্রাফটে ১৯টি দেশ থেকে ৫১০ জন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছেন, যার মধ্যে বাংলাদেশ থেকে ৩৯ জন ক্রিকেটার রয়েছেন।

প্লাটিনাম ক্যাটাগরির পাশাপাশি, ৫জন বাংলাদেশি খেলোয়াড় ডায়মন্ড ক্যাটাগরিতে, ১১ জন গোল্ড ক্যাটাগরিতে, এবং ২১ জন সিলভার ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। ড্রাফটের প্রাথমিক রাউন্ডে, ফ্র্যাঞ্চাইজিগুলি প্লাটিনাম ক্যাটাগরি থেকে খেলোয়াড় নির্বাচন করার সুযোগ পেয়েছিল। ডেভিড ওয়ার্নার, টম কোহলার-কেডমোর, অ্যাডাম মিলনে, ফিন অ্যালেন, এবং মাইকেল ব্রেসওয়েলরা দল পেয়েছেন।

এবার পিএসএল শুরু হবে ৮ এপ্রিল। ফাইনাল ১৯ মে।

সম্পর্কিত খবর