বৃষ্টি শেষে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা, ম্যাচ ৪৫ ওভারের
‘কলম্বোয় যতদিন হলো এসেছি, এমন বৃষ্টি আর কখনোই দেখিনি’ – ধারাভাষ্যকার ডমিনিক কর্ক বলেই বসলেন কথাটা। তাতে পাকিস্তানের ভয় ধরে যাওয়ারই কথা। ম্যাচটা তাদের জন্য বাঁচা মরার লড়াই। সে ম্যাচটা যদি বৃষ্টিতে যায় ভেসে, তাহলে যে লাভটা হবে শ্রীলঙ্কার! তবে সে বৃষ্টি শেষে ২ ঘণ্টা ১৫ মিনিট পর শুরু হয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার অলিখিত সেমিফাইনাল। ম্যাচের দৈর্ঘ্যটা নেমে এসেছে ৪৫ ওভারে।
কলম্বোয় বৃষ্টির শঙ্কা আগেই ছিলো। ম্যাচের শুরুটাও সেকারণেই দেরিতেই শুরু হলো। বৃষ্টির কারণে টস হতেই সময় লেগেছে নির্ধারিত সময় থেকে প্রায় আড়াই ঘণ্টার বেশি। যে কারণে ম্যাচের ওভারও কমিয়ে দেওয়া হয়েছে। কার্টেল ওভারে ম্যাচ মাঠে গড়াবে ৪৫ ওভারে। আবারো বৃষ্টি হানা দিলে ম্যাচের দৈর্ঘ্য আরো কমাতে হবে ম্যাচ রেফারিকে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কাও করেছে দারুণ শুরু। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪.২ ওভারে মাত্র ১৪ রান। হারিয়েছে ফখর জামানের ৪(১১) উইকেট।
পাকিস্তান একাদশে পরিবর্তন আছে পাঁচটি। ইমাম-উল-হকের পরিবর্তে ওপেনিংয়ে এসেছেন আব্দুল্লাহ শফিক। আঘা সালমানের জায়গায় এসেছেন মোহাম্মদ হারিস। পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফের পরিবর্তে এসেছেন স্পিনিং-অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। এছাড়া ইনজুরির কারণে পাকিস্তান দলে নেই দুই পেসার হারিস রউফ ও নাসিম শাহ। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুই পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং জামান খান।