রঞ্জিতে ফিরতেই হলো রোহিতকে

রঞ্জিতে ফিরতেই হলো রোহিতকে

বর্ডার-গাভাস্কার ট্রফির পর অবসরের গুঞ্জন ওঠে ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার। তবে গুঞ্জনে পানি ঢেলে মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে ফিরছেন রোহিত। আজ মঙ্গলবার মুম্বাইয়ের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে রোহিত যেনো বলতে চাইলেন, এখনই থামছেন না তিনি।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের প্রধান কোচ ওমকার সালভির অধীনে সতীর্থদের সাথে দুঘন্টার সেন্টার উইকেট সেশন করলেন বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে নিষ্প্রভ থাকা রোহিত। তিন টেস্টে তুলেন মাত্র ৩১ রান। নিজের ফর্ম ফেরানোর জন্যই রঞ্জিতে মনোযোগ দিয়েছেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জাতীয় দলে খেলা ও ইনজুরিতে থাকা ছাড়া বাকি সকল খেলোয়াড়দের জন্য ঘরোয়া লিগগুলোতে খেলার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি দিয়েছিল। যেখানে ফর্ম হারানো খেলোয়াড়দেরকে বিশেষভাবে বলা হয়।

একাধিক সূত্র জানিয়েছে, রোহিতও নিজের ফর্ম ফেরাতে মুম্বাই শিবিরে যোগ দিয়েছে। রঞ্জিতে নিজেদের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি মুম্বাই। তবে রোহিত দলে ফেরায় জম্মু ও কাশ্মিরের বিপক্ষে ম্যাচে থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে। রঞ্জির জন্য আগামী সপ্তাহে দল ঘোষণা করতে পারে দলটি।

আগামী ২৪ জানুয়ারি বন্দ্রে কোর্লা কমপ্লেক্সে জম্মু-কাশ্মিরের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই, যেখানে রোহিতের দলে থাকাটা অনেকটাই নিশ্চিত।

সম্পর্কিত খবর